ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনা’র বার্ষিক গবেষণা পর্যালোচনা সভা

প্রকাশিত: ২৩:০৫, ৭ নভেম্বর ২০১৫

বিনা’র বার্ষিক গবেষণা পর্যালোচনা সভা

বাকৃবি সংবাদদাতা॥ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা সভা শনিবার ইনস্টিটিউটের ড. ওয়াজেদ মিয়া মিলনায়তনে শুরু হয়েছে। সকাল ১০ টায় বিনার মহাপরিচালক ড. মো. শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সমী কুমার সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) সাবেক পরিচালক অধ্যাপক ড. লুৎফুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরির ভারত ও নেপাল প্রতিনিধি ড. ইউ.এস সিং এবং বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারি। পর্যালোচনা সভায় বিনার বিভিন্ন উদ্ভাবন, গবেষণা, সফলতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন বিনার গবেষণা বিভাগের পরিচালক ড. হোসনে আরা বেগম।
×