ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাগমারায় সড়কের গাছ কর্তন

প্রকাশিত: ০৬:২৬, ৭ নভেম্বর ২০১৫

বাগমারায় সড়কের গাছ কর্তন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার ভবানীগঞ্জ-আত্রাই সড়কের গাছ কেটে সাবাড় করছে দুর্বৃত্তরা। প্রকাশ্যে দিনের বেলায় গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। দুর্বৃত্ত চক্রের ভয়ে কিছুই বলতে পারছে না এলাকাবাসী। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শিকদারী থেকে বারুইহাটি পর্যন্ত রাস্তাটিতে উভয় পাশের গাছ কাটা হয়েছে সবচেয়ে বেশি। এই রাস্তার উভয় পাশের শিশু, কড়ই, মেহগনি, বাবলাসহ বিভিন্ন প্রজাতির গাছ রাতের আধারে একটি সংঘবদ্ধ চক্র কেটে পাচার করছে। দিনের বেলাতেও কাটা হয় গাছ। স্থানীয় দুর্বৃত্তদের এই কাজে সহযোগিতা করছে এলাকার কয়েকটি স’ মিল মালিক। চোরাই গাছ তাদের মিলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা বিভিন্ন সাইজে কেটে ফেলা হচ্ছে রাতেই। পরে দিনের বেলা তাদের চুরির নমুনা মুছে ফেলতে তাদেরই অনুগত লোক দিয়ে গাছের গোড়া সমূলে উপড়ে ফেলে মাটি ভরাট করে দেয়া হচ্ছে। এভাবে মাটি দিয়ে ভরাট করার ফলে বুঝাই মুসকিল সেখানে কোন গাছের চিহ্ন ছিল।
×