ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হোয়াইটওয়াশে চোখ লঙ্কানদের

প্রকাশিত: ০৬:২১, ৭ নভেম্বর ২০১৫

হোয়াইটওয়াশে চোখ লঙ্কানদের

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ পকেটে পুরেছে লঙ্কানরা। আজ শেষ ওয়ানডেতেও সেই ধারা ধরে রেখে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে চায় স্বাগতিকরা। অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস যেমন বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল সিরিজ জয়। সেটি অর্জন হয়েছে। এখন লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইওয়াশ করা। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের দারুণ এক সুযোগ আমাদের সামনে। এই সুযোগটি ভালভাবে কাজে লাগাতে চাই। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও শতভাগ সাফল্য নিয়ে শেষ করতে চাই আমরা। তাতে র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হবে। সেই সঙ্গে রেটিং পয়েন্টও বাড়বে।’ পাল্লেকেলেতে দিবারাত্রির ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল তিনটায়। তবে ম্যাথুসের হোয়াইওয়াশের স্বপ্ন ধূলিসাত করতে প্রস্তুত ক্যারিবীয়রাও। সফরকারী অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘প্রথম দুই ম্যাচে হারলেও আমরা খুব বেশি খারাপ খেলিনি। কিছু কিছু ভুলের কারণে এমন অবস্থা হয়েছে। তবে তৃতীয় ম্যাচে এসব ভুল করা যাবে না। শেষ ম্যাচে ভাল ক্রিকেট খেলতে চাই। তা করতে পারলে হোয়াইটওয়াশ এড়ানো সম্ভব। আমাদের লক্ষ্য যেভাবেই হোক হোয়াইটওয়াশ এড়ানো। এ জন্য প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে হবে।’ বৃষ্টিবিঘিœত নাটকীয় প্রথম ওয়ানডেতে মাত্র ১ রানের জয় পায় শ্রীলঙ্কা। ২৬ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে স্বাগতিকরা। জবাবে জয়ের পথে হেঁটেও শেষ মুহূর্তে খেই হারায় হোল্ডাররা। নয় নম্বরে ব্যাট হাতে নামা অজন্তা মেন্ডিস অপরাজিত ২১ রান করে দলের জয় নিশ্চিত করেন। প্রথম ম্যাচের ভুল-ত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচে দলকে ঠিকই জিতিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। এ ম্যাচেও বৃষ্টির ঝামেলা ছিল। ফলে ৩৮ ওভারে নেমে আসে ম্যাচটি। সেখানে আগে ব্যাট করে ২১৪ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে জনসন চালর্স ৮৩ ও মারলন স্যামুয়েলস ৬৩ রান করে আউট হন। এরপর ওপেনার কুশাল পেরেরার ৯৯ রানে ম্যাচ জয়ের পথ পেয়ে যায় শ্রীলঙ্কা। আর ৮১ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিন নম্বরে নামা লাহিরু থিরিমান্নে। ফলে ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ পকেটে ভরে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাথুসদের সামনে তাই এখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের দারুণ এক সুযোগ। তারুণ্যনির্ভর ক্যারিবীয়রা লজ্জা এড়াতে পারেন কিনা সেটিই দেখার। ওয়ানডে দুই ম্যাচের টি২০ সিরিজে অংশ নেবে দু-দল।
×