ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ১২ নবেম্বর

প্রকাশিত: ০৬:০৪, ৭ নভেম্বর ২০১৫

আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ১২ নবেম্বর

সংস্কৃতি ডেস্ক ॥ লোকসঙ্গীতের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্যে মেরিল নিবেদিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব’ শুরু হচ্ছে আগামী ১২ নবেম্বর। মাছরাঙ্গা টেলিভিশন এবং সান ইভেন্টসের যৌথ আয়োজনে ঢাকার আর্মি স্টেডিয়াম প্রাঙ্গণে আগামী ১২-১৪ নবেম্বর বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন বিশ্বের সেরা লোকসঙ্গীত শিল্পীদের পরিবেশনায় শেকড় সন্ধানী গান। বিশ্বের ৫টি দেশ থেকে শতাধিক শিল্পী এ আয়োজনে মঞ্চে গান গাইবেন। বাংলাদেশের এ ধরনের সাংস্কৃতিক আয়োজন এটাই প্রথম। এ আয়োজনের শিল্পীরা হলেন বাংলাদেশের ফরিদা পারভীন, মমতাজ বেগম, বারী সিদ্দিকী, রব ফকির, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শফি মন্ডল, নাশিদ কামাল, মিনু বিল্লাহ্ ও পল্লবী ডান্স গ্রুপ, লুবনা মরিয়ম ও সাধনা ডান্স গ্রুপ, কাঙ্গালিনী সুফিয়া, আনুশেহ্ আন্দিল, অর্ণব, জলের গান, আজগর আলিম, জহির আলিম, নূরজাহান আলিম, ইসলাম উদ্দিন কিস্সাকার, লাবিক কামাল গৌরব ও ম্যাজিক বাউলিয়ানাসহ আরো অনেকে। পাকিস্তান থেকে আবিদা পারভীন ও সাঁই জহুর, ভারত থেকে পাপন, ইন্ডিয়ান ওশেন, নুরান সিস্টার্স, হামিরা থেকে মাঙ্গানিয়ারস্, অর্ক মুখার্জী, পবন দাস বাউল, পার্বতী বাউল, আয়ারল্যান্ড থেকে নিয়াভ নি কারা ও চীনের ইউনান আর্ট ট্রুপ অংশগ্রহণ করবেন। গানের কথা ও সুরে তিন দিনব্যাপী অনুষ্ঠানে তারা মাতাবেন উপস্থিত দর্শকদের।
×