ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধি সুরক্ষার জন্য জাপানের প্রশংসা

প্রকাশিত: ০৬:০১, ৭ নভেম্বর ২০১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত  সেনাদের সমাধি সুরক্ষার জন্য  জাপানের প্রশংসা

কূটনৈতিক রিপোর্টার ॥ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধি যথাযথভাবে সুরক্ষা করায় বাংলাদেশের কমনওয়েলথ যুদ্ধ সমাধি কমিশনের প্রশংসা করেছে জাপান। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কমনওয়েলথ যুদ্ধ সমাধি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে প্রশংসার সনদ দেয়া হয়েছে। শনিবার কুমিল্লায় বিশ্বযুদ্ধ সমাধিতে এই প্রশংসার সনদ দেয়া হয়। ঢাকার জাপানের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাপান দূতাবাস জানায়, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে কুমিল্লার ময়নামতির দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাধি প্রাঙ্গণে বাংলাদেশের কমনওয়েলথ যুদ্ধ সমাধি কমিশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ আবু সাইদের কাছে প্রশংসা সনদ হস্তান্তর করেন। এ সময় জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বলেন, বাংলাদেশের কমনওয়েলথ যুদ্ধ সমাধি কমিশন খুব সুন্দরভাবে যুদ্ধ সমাধি রক্ষণাবেক্ষণ করছে। তাদের ব্যবস্থাপনা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। সে কারণেই জাপান যুদ্ধ সমাধি কমিশনকে এই প্রশংসা সনদ প্রদানের সিদ্ধান্ত নেয়। জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, কুমিল্লা ও চট্টগ্রামের দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধি রয়েছে। এই সমাধিতে জাপানী সেনাদেরও কবর রয়েছে। এসব সেনাদের বিদেহী আত্মার প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি। এ সময় তিনি যুদ্ধ সমাধিস্থল ঘুরে দেখেন।
×