ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:০২, ৬ নভেম্বর ২০১৫

কবিতা

আর নয় দীর্ঘশ্বাস (নিহত দীপনের স্মৃতির উদ্দেশ্যে) দুলাল সরকার দীর্ঘশ্বাসগুলো ঘরে ফিরে যাও আর নয় দীর্ঘশ্বাস দুঃখ তুমি ঘরে ফিরে যাও... কান্না তুমি ঘরে ফিরে যাও; রাত্রি তুমি দূর হও এবার নক্ষত্র বিজয় হবে আমাদের এবার বীণাটি বাজবে এবার আগ্নেয়গিরিটি ফুটবে... জোবায়ের মিলনেরদুটি কবিতা ফিনকি দিয়ে রক্ত ছুটে যাক আমায় একটা কোপ দাও। প্লিজ তোমরা কেউ আমায় একটা কোপ দাও। গতকাল আমি সূর্যের কথা বলেছি গতকাল আমি একটা ঝর্ণার কথা বলেছি, আর আজ ভোরে আমি একটা- জারুল গাছের কথা বলেছি, প্লিজ আমায় একটা কোপ দাও। ফিনকি দিয়ে রক্ত ছুটে যাক সকাল থেকে সন্ধ্যায় ফিনকি দিয়ে রক্ত ছুটে যাক খিরকি থেকে সদর দরজায় ফিনকি দিয়ে রক্ত ছুটে যাক অন্ধ বন্ধ দিশা বিদিশায়। সূর্যের কথায় রাতের বড় ভয় হয় তরুর কথায় আগাছার বড় ভয় হয় ঝর্ণার কথায় পাথরের বড় ভয় হয়, আমার ভয় হয় চন্দ্রের মধ্যে যে গ্রহণ! গতকাল আমি একটা শালুকের কথা বলেছি গতকাল আমি একটা ঝিনুকের কথা বলেছি আমায় একটা কোপ দাও, প্লিজ তোমরা কেউ আমায় একটা কোপ দাও। সাধু বেশে আছি এই তো ভালো আছি, আমি মিছিলের সবচেয়ে পিছনে এই তো ভালো আছি, আমি বোবা, কালা, অন্ধ এই তো ভালো আছি, আমি দিবা ঘুমে আচ্ছন্ন এই তো ভালো আছি, আমি মুসাফিরের মতো। দেখো, আমি পান চিবোচ্ছি, চা পান করছি সিগারেটের পর সিগারেটের শলাকা টেনে টেনে একটা ধোঁয়ার কু-লী পাকিয়ে হেমন্ত দেখছি দেখো, এই তো আমি ভালো আছি! শরতকে পাঠিয়ে দেয়া হোক রক্তগঙ্গায় আশ্বিনকে ফালি ফালি করে ভাসিয়ে দেয়া হোক নালায় তাতে আমার কী! এই তো ভালো আছি, আমি সাধু বেশে আছি। আমার ঘরের পালঙ্কটি ভালো আছে আমার ঘরের ওয়াড্রোব ভালো আছে আমার ঘরের লেপ-তোশক ভালো আছে ফাল্গুন চৈত্ররা করাত-কলে হোক ছিন্ন-ভিন্ন তাতে আমার কী! এই তো ভালো আছি, আমি সাধু বেশে আছি।
×