ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারীর অধিকার নিয়ে সভা

প্রকাশিত: ০৪:১৫, ৬ নভেম্বর ২০১৫

নারীর অধিকার নিয়ে সভা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ নবেম্বর ॥ নির্বাচিত নারী সদস্যদের জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও অধিকার বিষয়ে দিনব্যাপী এক মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা নারী উন্নয়ন ফোরাম জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উন্নয়ন সংস্থা ফ্রিড’র সহযোগিতায় এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ফোরামের সভাপতি সেলিনা জাহান লিটা। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রমুখ। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার সকালে গোপালপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজস্ব প্রতিষ্ঠান চত্বরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য, শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা ও ক্রেস্ট প্রদান করেন এ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল, হারুনুর রশিদ পাপ্পু, নজরুল ইসলাম, শফিকুল আলম প্রমুখ। আরও দুজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন কিবরিয়া হত্যা মামলা স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বৃহস্পতিবার আরও দুজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান তাদের সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে মোট ৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, বৃহস্পতিবার আদালতে আবদুর রউফ ও এরফান আলী সাক্ষ্য দিয়েছেন। আগামী ১১ ও ১২ নবেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার আদালতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জিকে গউছসহ ১৩ জন হাজির ছিলেন। ২০১৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শনিবার শুরু জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৫ নবেম্বর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ২য় বর্ষ অনার্র্র্স পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী ৭ নবেম্বর দুপুর ১টা থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় সারাদেশের ৪৭৩টি কলেজের ১৮৪টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৩৬ হাজার ৩২৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
×