ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মা-শিশু, কিশোরকালীন স্বাস্থ্য সেবা উপলক্ষে নাটোরে এডভোকেসি সভা

প্রকাশিত: ০০:০৪, ৫ নভেম্বর ২০১৫

মা-শিশু, কিশোরকালীন স্বাস্থ্য সেবা উপলক্ষে নাটোরে এডভোকেসি সভা

নিজস্ব সংবাদদাতা, নাটোর॥ প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন করুন, অপরিকল্পিত গর্ভধারন রোধ করুন' এই শ্লোগান নিয়ে আগামী ৭ থেকে ১২নভেম্বর সারা দেশের মতো নাটোরেও শুরু হচ্ছে পরিবার পরিকল্পনা, মা-শিশু, কিশোরকালীন স্বাস্থ্য সেবা প্রচার সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাশকের সম্মেলন কক্ষে এক এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং করেছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. এসএম জাকির হোসেনের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান, সিভিল সার্জন ডা. ফেরদৌস নিলুফা সহঅন্যান্যরা। এসময় বক্তারা বলেন, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারনে অপরিকল্পিত গর্ভধারন রোধের পাশাপাশি সারা দেশে প্রায় ৩০শতাংশ মাতৃ-মৃত্যু এবং ১০ শতাংশ শিশু-মৃত্যু হ্রাস পেয়েছে। আগামী দিনে শিশু এবং মাতৃ-মৃত্যু আরো কমিয়ে আনতে জনসচেতনার ওপর জোর দেওয়া হচ্ছে।
×