ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীতাকুন্ডে যাত্রীবাহি বাস উল্টে নিহত-১, আহত-১৬

প্রকাশিত: ২১:২৫, ৫ নভেম্বর ২০১৫

সীতাকুন্ডে যাত্রীবাহি বাস উল্টে নিহত-১, আহত-১৬

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড (চট্টগ্রাম)॥ সীতাকুন্ডে যাত্রীবাহি বাস উল্টে মো. সুমন প্রকাশ লিটন (২৩) নামে বাস চালকের সহকারী নিহত হয়েছেন। এ সময় মারাত্বকভাবে আহত হয়েছেন বাসের ১৬ জন যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া বক্তার পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত চালকের সহকারী ফেনী জেলার সোনাগাজি থানার হাওয়াসিট এলাকার মো.মুমিনূল হকের পুত্র বলে জানা যায়। জানা যায়,কুমিল্লা থেকে ছেড়ে আসা সূচনা পরিবহন (চট্টমেট্রো-জ-১১-০১৫৫) নামে যাত্রীবাহি বাস উপজেলার বার আউলিয়া বক্তার পাড়া এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়। বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল্লা বলেন,“দূর্ঘটনার পর আহত বাসযাত্রীদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে নিহত বাস চালকের সহকারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
×