ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওমান এয়ারের সপ্তাহে চার ফ্লাইট

প্রকাশিত: ০৮:২৬, ৫ নভেম্বর ২০১৫

ওমান এয়ারের সপ্তাহে চার ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ ওমান এয়ারের চিফ অপারেটিং অফিসার আব্দুল রহমান আল বুসাইদি জানিয়েছেন, ওমানে বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে কাজ করবে ওমান এয়ার। যাত্রীদের সেবায় প্রয়োজনে ফ্লাইটের ফ্রিকোয়েন্সিও বাড়ানো হবে। তবে আপাতত সপ্তাহে ঢাকা থেকে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে। রাজধানীর র‌্যাডিসন হোটেলে বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রার ঘোষণাকালে এ কথা জানান তিনি। আব্দুল রহমান আল বুসাইদি বলেন, ওমানে বর্তমানে ২৫ লাখ বাংলাদেশী রয়েছেন। অনেকেই অবৈধভাবে কাজ করছেন। ফলে ওমান সরকার বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা দেয়া বন্ধ রেখেছে। তবে আমরা চেষ্টা করছি যাতে ওমানে বাংলাদেশীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা যায়। ওমান এয়ার হলিডে প্যাকেজের মাধ্যমে বাংলাদেশে যাতে পর্যটক বাড়ানো যায় সে বিষয়ে বিনিয়োগ করবে। মঙ্গলবার মাসকট থেকে ঢাকায় ওমান এয়ারের উদ্বোধনী ফ্লাইটটি এসে পৌঁছে। এর আগে চট্টগ্রামের সঙ্গে ওমান এয়ারের ফ্লাইট চালু ছিল।
×