ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৪২, ৫ নভেম্বর ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যেসব এলাকায় অবস্থিত - র. রাঙ্গামাটি রর. বান্দরবান ররর. খাগড়াছড়ি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২. শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষসে সহিংস করে তোলে, এর মূল কারণ হলো - ক) ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ খ) মূল্যবোধের অবক্ষয় গ) গোঁড়ামিপূর্ণ মনোভাব ঘ) আধিপত্যভাব ৩. বাংলা ভাষা ও সাহিত্যে ভাষঅ আন্দোলন একটি বিশেষ স্থান দখল করে আছে। এর ছাপ দেখা যায় বিশেষ রচানায়। যেমন জহির রায়হানের রচনা- ক) কবর খ) আরেক ফাল্গুন গ) হাজার বছর ধরে ঘ) সংশপ্তক ৪. পূর্ব পাকিস্তানকালীন সময়ে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল কী? ক) ধর্ম খ) ভৌগোলিক নৈকট্য গ) ভাষা ঘ) পেশা ৫. গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ এগুলো বাংলাদেশের কী? ক) প্রশাসনিক দলিল খ) মূলনীতি গ) মানদন্ড ঘ) দর্পণ ৬. কোন ধারণাটি বর্তমান সময়ে সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে? ক) গণতান্ত্রিক খ) রাজতান্ত্রিক গ) সামন্ততান্ত্রিক ঘ) একনায়কতান্ত্রিক ৭. দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায় কোন হিসাব থেকে? ক) জাতীয় আয় খ) জাতীয় ব্যয় গ) জাতীয় উৎপাদন ঘ) নিট জাতীয় উৎপাদন ৮. জনাব মিজান একজন বেসরকারি চাকরিজীবী। তিনি তার হিসাব থেকে সপ্তাহে এক অথাব দুবার টাকা তোলেন। তার হিসাবটি - র. চলতি হিসাব রর. সঞ্চয়ী হিসাব ররর. স্থায়ী হিসাব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৯. রাষ্ট্রের উন্নয়নমূরক ও জনহিতকর কাজ হচ্ছে - র. বনায়ন কর্মসূচি রর. সমাজে দুর্নীতি প্রতিরোধ ররর. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. ইউরেনাসের উপগ্রহ কোনটি? ক) ক্যাপিটাস খ) এরিয়েল গ) নেরাইড ঘ) গ্যানিমেড ১১. কোন যুগে ভূস্বামীদেরকে জমিদার বলা হতো? ক) সামন্ত যুগে খ) প্রাচীন যুগে গ) সম্রাট অশোকের শাসনামলে ঘ) ব্রিটিশ শাসনামলে ১২. রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন? ক) সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে খ) স্পিকারের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিকে গ) সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত ব্যক্তিকে ঘ) কোনো দলের প্রধানকে ১৩. কোন মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালে মায়ানমারে প্রচুর বৃষ্টিপাত হয়? ক) উত্তর-পূর্ব খ) দক্ষিণ-পূর্ব গ) উত্তর-পশ্চিম ঘ) দক্ষিণ-পশ্চিম ১৪. সকল ভোটারকে একত্রিতভাবে কী বলা হয়? ক) দলীয় কর্মী খ) সমর্থকবৃন্দ গ) নির্বাচনি প্রতিনিধি ঘ) নির্বাচকমন্ডলী ১৫. অধিকাংশ হিন্দু পরিবার বর্ণপ্রথাকে কী মনে করে? ক) ঐতিহ্য খ) ধর্মীয় নির্দেশ গ) কুসংস্কার ঘ) পারিবারিক ধারাবাহিকতা ১৬. ওবেরন কোন গ্রহের উপগ্রহ? ক) প্লুটো খ) নেপচুন গ) ইউরেনাস ঘ) মঙ্গল ১৭. আন্তঃবরফগলা পানিতে প্লাবনের সৃষ্টি হলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়? ক) চত্বরভূমি খ) প্লাবন সমভূমি গ) স্রোতজ সমভূমি ঘ) ব-দ্বীপ সমভূমি ১৮. বাংলাদেশের আমলাতান্ত্রিক নির্দেশগুলো কীভাবে যায়? ক) সচিব থেকে সহকারী সচিব পর্যন্ত খ) নিচ থেকে ওপরের দিকে গ) ওপর থেকে নিচের দিকে ঘ) মন্ত্রণালয় থেকে জেলা পর্যন্ত ১৯. কোনটি সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত? ক) পরিবহণ খ) বিদ্যুৎ গ) বিমা ঘ) স্বাস্থ্য ২০. ট্রপোমন্ডলের গড় গভীরতা কত কিলোমিটার? ক) ১১ খ) ১২ গ) ১৩ ঘ) ১৪ ২১. কোনটি সম্মিলিতভাবে ভোগ করা যায়? ক) প্রতিভা খ) দক্ষতা গ) রাস্তাঘাট ঘ) গাড়ি ২২. কোনটি প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সমস্যা? ক) যৌতুক প্রথা খ) এইডস গ) শিশুশ্রম ঘ) কিশোর অপরাধ ২৩. পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কী? ক) ইরাবতি খ) ঝিলাম গ) নাফ ঘ) গঙ্গা ২৪. আইনের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো - র. আইন সর্বজনীন রর. আইন মেনে চলতে হয় ররর. আইন ভঙ্গকারীকে শাস্তি পেতে হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৫. সম্পত্তি হস্তান্তরে কীসের প্রয়োজন পড়ে? ক) মালিকের ক্ষমতা খ) মূল বা দাম প্রদান গ) সম্পত্তি গ্রহীতার উপযুক্ত অর্থ ঘ) কিছু জরুরি কাগজপত্র ও দলিল ২৬. সুন্দরভাবে বাঁচতে হলে কীসের প্রয়োজন? ক) খাদ্য খ) মজুরি গ) শিক্ষা ঘ) বিনোদন ২৭. ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের আইনসভা কেমন? ক) এককক্ষবিশিষ্ট খ) দ্বিকক্ষবিশিষ্ট গ) তিনকক্ষবিশিষ্ট ঘ) চারকক্ষবিশিষ্ট ২৮. নেপচুন গ্রহটি কেমন? ক) গরম খ) শীতল গ) সামান্য গরম ঘ) নাতিশীতোষ্ণ
×