ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খায়রুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:৩৫, ৫ নভেম্বর ২০১৫

খায়রুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আন্তঃস্কুল মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় খায়রুল্লহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় উপজেলার ৬ বিদ্যালয় অংশগ্রহণ করে। রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা ৮-১২ পয়েন্টে খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বী বনগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ৪ পয়েন্টে জয় লাভ করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কু-ু, রোস্তম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুনসুর স্কুল কমিটির সভাপতি নাজমুল হক মিঞ্জু। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া, সিনথিয়া ও হাফিজা বলেন, উপজেলা পর্যায়ে মেয়েদের জন্য হ্যান্ডবল প্রতিযোগিতা এটাই প্রথম আমরা খেলতে পেরে গর্ববোধ করছি। প্রতি বছরই যেন সরকারীভাবে এ উদ্যোগ নেয়া হলে মেয়েরা খেলাধুলায় আরও অগ্রসর হবে। বাংলাদেশ অনুর্ধ ১২ দলে ২৬ ফুটবলার স্পোর্টস রিপোর্টার ॥ মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ‘সুপার মক কাপ ফুটবল।’ বয়সভিত্তিক এই আসরে অংশ নেবে বাংলাদেশ অনুর্ধ ১২ জাতীয় দল। টুর্নামেন্টে ভাল ফলের প্রত্যাশায় প্রতিভাবান ফুটবলার অন্বেষণ করে দলগঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিক দলে ডাক পেলেছেন ২৬ ফুটবলার।
×