ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএসসিসির ৩০০ সড়কের মেরামত কাজ ডিসেম্বরে শেষ হবে ...

প্রকাশিত: ০৫:৩১, ৫ নভেম্বর ২০১৫

ডিএসসিসির ৩০০ সড়কের মেরামত কাজ ডিসেম্বরে শেষ হবে ...

স্টাফ রিপোর্টার ॥ আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার প্রায় ৩০০ সড়কের গলি-উপগলি মেরামত ও সংস্কার কাজ শেষ করার ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার সংস্থার নিজস্ব তহবিল হতে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে জুরাইন এলাকায় নবনির্মিত ৩ দশমিক চার কিলোমিটার সড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ঘোষণা দেন। এ সময় মেয়রের সঙ্গে এ্যাডভোকেট সানজিদা খানম এমপি, আবু হোসেন বাবলা এমপি, ওয়ার্ড কাউন্সিলর নুর হোসেন, হাজী মোঃ মাসুদ, নাসির উদ্দিন ভূইয়া, নিতাই চন্দ্র ঘোষসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মেয়র বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ রাস্তাটি উদ্বোধন করা হলো। বিদ্যুত সরবরাহ ঠিক রেখেই রক্ষণাবেক্ষণ চলবে... ডিপিডিসির মগবাজার গ্রিড উপকেন্দ্রে ১৩২/৩৩ এবং ৩৩/১১ কেভি উপকেন্দ্রসমূহের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ নজরুল হাসান। উদ্বোধনকালে তিনি বলেন, এই রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে প্রশিক্ষণও ওতপ্রোতভাবে যুক্ত। তিন মাসব্যাপী এ কাজে নানা প্রকার মেরামত ও রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলে যার মাধ্যমে ডিপিডিসির কর্মকর্তা-কর্মচারীরা অন জব ট্রেনিং গ্রহণ করতে পারে। বিশেষ করে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এই বার্ষিক কাজের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। আগামীতে এই কার্যক্রমের সঙ্গে প্রশিক্ষণকে যুক্ত করার বিষয়ে মত প্রকাশ করেন। বর্তমানে এই রক্ষণাবেক্ষণ কাজে সাটডাউন বা বিদ্যুত সরবরাহ বন্ধ রাখার প্রয়োজন হয় কিন্তু আগামীতে উপকেন্দ্রগুলোকে এমনভাবে সমৃদ্ধ করা হবে যে রক্ষণাবেক্ষণকালীন কোন বিদ্যুত বন্ধের প্রয়োজন হবে না।-বিজ্ঞপ্তি
×