ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমরণ অনশন ভাঙলেন শিক্ষক কর্মচারীরা

প্রকাশিত: ০৫:২৬, ৫ নভেম্বর ২০১৫

আমরণ অনশন ভাঙলেন শিক্ষক কর্মচারীরা

স্টাফ রিপোর্টার ॥ ছয়দিনের আমরণ অনশন ভেঙে এবার লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করেছেন নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বুধবার তাদের অনশন ভাঙান কলামিস্ট-গবেষক সৈয়দ আবুল মকসুদসহ বাম সংগঠনের নেতারা। এদিকে অনশন কর্মসূচী পালন করতে গিয়ে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি অধ্যক্ষ এশরাত আলী। কর্মসূচীতে অংশ নেয়া শিক্ষকরা বলেন, প্রধানমন্ত্রী আপনার প্রতি আমাদের অনুরোধ, আপনি আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদেরকে আমাদের পরিবার-পরিজনদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। শিক্ষক নেতারা আরও বলেন, আমাদের দাবি আদায়ে সরকারের কোন রকম সাড়া না পাওয়ায় আমরা বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচীতে অংশ নিয়েছি। এখন থেকে চলবে অবস্থান কর্মসুচী। কর্মসূচীতে সভাপতি ছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কু-ু, সহ-সভাপতি রাশেদুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক আবু সালেহসহ শতাধিক শিক্ষক অংশ নিচ্ছেন। শিক্ষকরা তাদের সমস্যার কথা উল্লেখ করে বলছেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক লাখ ২০ হাজার শিক্ষক কর্মচারী ১০-১৫ বছর ধরে বিনা বেতনে চাকরি করায় তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। গত ৫ বছর ধরে আন্দোলন চললেও সরকার তাদের দাবি বাস্তবায়ন করছে না। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এশরাত আলী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। তিনি আমাদের দাবি পূরণ করবেন বলে আশা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চলবে।
×