ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালদ্বীপে এক মাসের জরুরী অবস্থা জারি

প্রকাশিত: ০৫:১৮, ৫ নভেম্বর ২০১৫

মালদ্বীপে এক মাসের জরুরী অবস্থা জারি

জনকণ্ঠ ডেস্ক॥ মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন সরকারবিরোধী বড় ধরনের প্রতিবাদ সমাবেশের আগে বুধবার দেশটিতে এক মাসের জরুরী অবস্থা জারি করেছেন। একইসঙ্গে তিনি সন্দেহভাজনদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দিয়েছেন। খবর বিবিসির। দেশটির প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) বিক্ষোভ পরিকল্পনার দুইদিন আগে এই জরুরী অবস্থা জারি করা হল। এনডিপি নেতা মোহাম্মদ নাশিদকে মার্চে ব্যাপক বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দোষী সাব্যস্ত করে কারাদ- দেয়া হয়। প্রেসিডেন্টের মুখপাত্র মুয়াজ আলী এক টুইট বার্তায় জানান, মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিন দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ৪ নবেম্বর দুপুর ১২ থেকে আগামী ৩০দিনের জন্য দেশজুড়ে জরুরী অবস্থা জারি করেছেন। মালদ্বীপের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এ অধ্যাদেশ জারির কারণ হিসেবে সম্প্রতি প্রেসিডেন্টকে বহনকারী নৌকায় বিস্ফোরণ এবং রাজধানী মালের একটি রিসোর্ট থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র সরঞ্জাম উদ্ধারের ঘটনাকে উল্লেখ করলেও বিরোধী দলের সমর্থক সংবাদমাধ্যমকে বলছে, ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতার ও তারপর ক’দিন ধরে অস্থিতিশীলতার মধ্যে সরকারবিরোধী বিক্ষোভের ঘোষণায় প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন। জরুরী অবস্থা জারির ঘোষণাকে সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম স্বাগত জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেটে পড়ছে সরকারবিরোধীরা। অনেক রাজনীতিক এ সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলেও অভিহিত করেছেন।
×