ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩ মহাদেশের ৪ চলচ্চিত্র উৎসবে সুতপার ঠিকানা

প্রকাশিত: ০৪:২৩, ৫ নভেম্বর ২০১৫

৩ মহাদেশের ৪ চলচ্চিত্র উৎসবে সুতপার ঠিকানা

সরকারী অনুদান সহায়তায় নির্মিত প্রসূন রহমানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- সুতপার ঠিকানা মুক্তি পেয়েছে মে মাসে। শুধু সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ায় বিকল্প পদ্ধতিতে প্রদর্শন করছেন বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালগুলোতে। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে মালয়েশিয়ার ৪টি সিনেপ্লেক্সে। এরই মধ্যে ইন্দোনেশিয়ার ‘ফিল্ম ফেস্টিভাল ফর পিস এ্যান্ড ইক্যুয়ালিটি’তে জিতেছে ‘ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড অফ মেরিট’ পুরস্কার। প্রদর্শিত হয়েছে- আমেরিকার মায়ামি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালে। সামনে অংশ নিতে যাচ্ছে ৩ মহাদেশের আরও ৪টি চলচ্চিত্র উৎসবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ৪র্থ দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রদর্শিত হবে সুতপার ঠিকানা। উৎসবে নির্মাতার পক্ষ থেকে অংশগ্রহণ করবেন সুতপার ঠিকানার চিত্রগ্রাহক- বায়েজীদ কামাল। একই সময়ে স্পেনের মার্বেলায় অনুষ্ঠিতব্য ‘আই ফিল্মমেকার্স ফিল্ম ফেস্টিভালে’ও প্রদর্শিত হবে সুতপার ঠিকানা। সেখানে অংশগ্রহণ করবেন- সুতপার ঠিকানার সঙ্গীত পরিচালক কুমার বিশ্বজিৎ ও শিশু শিল্পী কুমার নিবিড়। এ মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুতপার ঠিকানা প্রদর্শিত হবে ‘ফিনিক্স ফিল্ম ফেস্টিভাল’এ। আর ডিসেম্বরের ২য় সপ্তাহে ইটালির ‘লুমিয়ের ফিল্ম ফেস্টিভাল’এ সুতপার ঠিকানা লড়বে প্রতিযোগিতা বিভাগে। এছাড়া আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালেও ছবিটি এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হবে । উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান জানান, ‘অনুদানের চলচ্চিত্রের ক্ষেত্রে উৎসবে অংশগ্রহণের চাইতে দেশের মানুষকে দেখানোর ব্যাপারেই আমার আগ্রহ বেশি। তবে কোন উৎসবের প্রতিযোগিতা বিভাগে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকলে সেখানে নিশ্চয়ই যোগ দেয়া যেতে পারে।’ উল্লেখ্য, সুতপার ঠিকানা আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করছে এর ইংরেজী নাম ‘হার ওন এ্যাড্রেস’ (Her Own Address) নিয়ে।
×