ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘গীতাঞ্জলি সম্মাননা ২০১৫’ পাচ্ছেন দেশ বরেণ্য তিন নারী সাহিত্যিক

প্রকাশিত: ০৪:২১, ৫ নভেম্বর ২০১৫

‘গীতাঞ্জলি সম্মাননা ২০১৫’ পাচ্ছেন দেশ বরেণ্য তিন নারী সাহিত্যিক

সংস্কৃতি ডেস্ক ॥ গীতাঞ্জলি ললিতকলা একাডেমির একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমি প্রবর্তিত ‘গীতাঞ্জলি সম্মাননা ২০১৫’ পাচ্ছেন দেশের বরেণ্য তিন নারী লেখক ও সাহিত্যিক রাবেয়া খাতুন, বেগম মমতাজ বেগম ও সেলিনা হোসেন। আগামীকাল শুক্রবার গীতাঞ্জলি ললিতকলা একাডেমির একাদশতম বর্ষপূর্তি উপক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তিন প্রখ্যাত নারী সাহিত্যিকের হাতে ওই সম্মাননা তুলে দেয়া হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতি মন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এবং সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক ও গবেষক এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটক মঞ্চায়ন। পাশাপাশি থাকছে ‘সকাল বেলার পাখি’ নামে শিশুশিল্পীদের চিত্র প্রদর্শনী। প্রসঙ্গত, গীতাঞ্জলী ললিতকলা একাডেমি গত ১১ বছর ধরে শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিয়োজিত নিবেদিত একটি প্রতিষ্ঠান। দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিদের একাডেমির উদ্যোগে ২০০৪ সাল থেকে ‘গীতাঞ্জলি সম্মাননা’ দেয়া হচ্ছে। সাত্তার-রাণী সরকারের ‘কলাপাতার ঘর’ সংস্কৃতি ডেস্ক ॥ এক সময়কার জনপ্রিয় দুই শিল্পী রাণী সরকার ও চিত্রনায়ক আব্দুস সাত্তারকে নিয়ে সম্প্রতি ‘কলাপাতার ঘর’ নামে নাটক নির্মাণ করেছেন নাট্য নির্মাতা জিএম সৈকত। প্রয়াত শিল্পী আবুল কালাম আজাদের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন জসিম উদ্দীন দেওয়ান। এতে অভিনয় করেছেন- সজল, বাঁধন, বৃষ্টি, কাইউম আহমেদ, বিরহী মোক্তার, স্বর্ণালী প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে বিরহী মাল্টিমিডিয়া। নাটকটি আগামীকাল ৬ নবেম্বর সন্ধ্যা ৭-৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। নির্মাতা জিএম সৈকত বলেন, নাটকের কাহিনীর মধ্যে দর্শক ভিন্নতা খুঁজে পাবে।
×