ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলা

যশোরে তরিকুলসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রকাশিত: ০৪:১৯, ৫ নভেম্বর ২০১৫

যশোরে তরিকুলসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ বিএনপির ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট দিয়েছে পুলিশ। একই সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ৬ জনের অব্যাহতির আবেদন করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার এসআই তৌহিদুল ইসলাম তদন্ত শেষে বুধবার আদালতে এ চার্জশীট দাখিল করেন। এ মামলায় অব্যাহতি চাওয়া হয়েছে, শহরতলির কিসমত নওয়াপাড়ার আজিজুল ইসলাম, ইনতাজ, নান্নু, মিলন, টিটো ও বাঘারপাড়ার শেখের বাতান গ্রামের মনির হোসেন। অভিযুক্তদের মধ্যে অন্যতম, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুর রশীদ, জেলা বিএনপির নির্বাহী সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যুবদল নেতা চুড়িপট্টি এলাকার রিপন চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, লোন অফিসপাড়ার রুহুল কুদ্দুস খান। অনন্ত হত্যা ॥ আরও তিনজনকে শ্যোন এ্যারেস্ট স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় আরও ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্তকারী সংস্থা সিআইডির আবেদনের প্রেক্ষিতে বুধবার দুপুরে মামলার শুনানিকালে তাদের শ্যোন এ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক। ওই তিনজন হচ্ছেন দুলাল বিশ্বাস, আবুল হাসান ও জাফরান হাসান। এরা ঢাকায় ব্লগার অভিজিত হত্যা মামলার আসামি। এ নিয়ে অনন্ত বিজয় হত্যা মামলায় ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামী ১৯ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়েছে। নর্থ সাউথ ভার্সিটিতে প্রোগ্রামিং প্রতিযোগিতা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১২তম এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ২০১৫ এশিয়া রিজিওনালের অন্তর্গত ঢাকা সাইট আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার প্রথম পর্বে প্রিলিমিনারি রাউন্ডটি সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রিলিমিনারি রাউন্ডে ৭৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের রেকর্ডসংখ্যক ৯৮৫টি দল অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিম ঔটথঙ(ঘ^৩), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ঘঝট ইঁমখড়াবৎং এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিম ঔটথঝগঝ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে। -বিজ্ঞপ্তি খুলনায় রেলের জমি থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় রেলওয়ের পাকশী পশ্চিম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×