ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহযোগী প্রতিষ্ঠানের মূলধনকে বিনিয়োগ সীমার বাইরে রাখার দাবি

প্রকাশিত: ০৪:১০, ৫ নভেম্বর ২০১৫

সহযোগী প্রতিষ্ঠানের মূলধনকে বিনিয়োগ সীমার বাইরে রাখার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকগুলোর সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানিতে ইক্যুইটি ইনভেস্টমেন্ট বা পেইডআপকে পুঁজিবাজার এক্সপোজার লিমিটের (বিনিয়োগ সীমা) বাইরে রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগ ঐক্য পরিষদ। বুধবার ঐক্য পরিষদের সভাপতি একেএম মিজান-উর-রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমানের নিকট পাঠানো হয়। এই চিঠিতে বলা হয়েছে, ২০১০ সালে পুঁজিবাজারের ধস এখনও অব্যাহত রয়েছে এবং এর কুফল সাধারণ বিনিয়োগকারীরা ভোগ করছে। বহু বিনিয়োগকারী নিঃস্ব হয়ে বাজার ছেড়ে চলে গেছেন। প্রায় ২৪ জন বিনিয়োগকীরা হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা আত্মহত্যা করেছে। আর যারা বেঁচে আছেন তারা মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়া বাজার পতনের জন্য বাংলাদেশ ব্যাংকের পুঁজিবাজার বিমুখ নীতি বহুলাংশে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তারপরও আমরা আশা ছাড়িনি। মাঝে মধ্যে পুঁজিবাজারে বেশকিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হলেও বাংলাদেশ ব্যাংকের ঘন ঘন সিদ্ধান্ত গ্রহণের ফলে অনিশ্চয়তায় ভুগছেন বিনিয়োগকারীরা। প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের একটি বিশেষ আস্থার জায়গা, দেশের অর্থনীতির উন্নয়নের মূল চালিকা শক্তি। অথচ বিভিন্ন নেতিবাচক সিদ্ধান্তের ফলে সেই আস্থা হারাতে বসেছে বাংলাদেশ ব্যাংক।
×