ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনপ্রিয় যোগাযোগ মাধ্যম

প্রকাশিত: ০৪:০২, ৫ নভেম্বর ২০১৫

জনপ্রিয় যোগাযোগ মাধ্যম

মোঃ রিপন মোল্লা বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল নেটওয়ার্কিং তথা সামাজিক যোগাযোগ একটি উল্লেখযোগ্য বিষয়। এতে বিস্মিত হবার কিছু নেই। মানুষ সামাজিক জীব। প্রকৃতিগতভাবে এদের সমাজে বাস করে সবার সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। আর সমাজ জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে কয়েকটা কবুতর কিংবা হাতের লেখা কয়েকটি চিঠির ওপর নির্ভরশীল ছিল, সেখানে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই গুরুত্বপূর্ণ বিষয়টা অনেকটা ইলেক্ট্রনিক ও প্রযুক্তি-নির্ভর, যেমনÑ মোবাইল, এসএমএস, ই-মেইল ইত্যাদি। কালের বিবর্তনে মানুষ যোগাযোগের মাধ্যম সহজ থেকে সহজতরগুলো ব্যবহার করছে। আর যোগাযোগের এমন একটি সহজতর মাধ্যম হলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এই মাধ্যম ব্যবহার করে বিশ্বের উন্নত দেশগুলো তাদের যোগাযোগকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করে ফেলেছে। সাথে সাথে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে নেই তাদের যোগাযোগের উন্নয়নে। যোগাযোগের মাধ্যম হিসেবে অনেক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে। এসব সাইট প্রায়ই বিদেশীদের নিয়ন্ত্রণে চলে। জাতি হিসেবে সবার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। আর তাই আমাদের দেশের কয়েকজন প্রযুক্তিপ্রেমী তরুণ বাংলাদেশীদের জন্য নামে আলাদা একটি নেটওয়ার্কিং সাইট তৈরি করেছে। এই সাইটটির মাধ্যমে সব বাংলাদেশী তাদের নিজস্ব সংস্কৃতিতে যোগাযোগ রক্ষা করতে পারবে। এই সাইটটিতে জনপ্রিয় সামাজিক সাইটের গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্যের মিল থাকলেও বিশেষ কতগুলো বৈশিষ্ট্য এই সাইটকে অন্যদের থেকে আলাদা করেছে। এই সাইটের ব্যবহারকারী তাদের মতো করে প্রোফাইল তৈরির পাশাপাশি যেসব সুবিধা ব্যবহার করতে পারবে সেগুলো হলো- লাইভ চ্যাট, ছবি ও ভিডিও শেয়ার, আলাদা গ্রুপ তৈরি ও পছন্দের গ্রুপে জয়েন, ব্লগিং এবং গেমস ইত্যাদি। এই সাইটি এখনও নতুন। ভবিষ্যতে আরও নতুন নতুন ফিচার যোগ করার কাজ এগিয়ে চলেছে। এই সাইটটি সামাজিক যোগাযোগের ক্ষেত্রে সকল বাংলাদেশীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদী। মস্তফাপুর, মাদারীপুর থেকে
×