ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুত কর্মকর্তাদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০১:৫৬, ৪ নভেম্বর ২০১৫

বিদ্যুত কর্মকর্তাদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় পরকীয়ার ঘটনাকে ভিন্নদিকে প্রবাহিত করে নারী নির্যাতনের অভিযোগ এনে চার বিদ্যুত কর্মকর্তা এবং বাড়ির কেয়ারটেকারসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শ্রমিক লীগ। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ জেলা কমিটির সভাপতি জহুরুল সিদ্দিকী মিলন, মাহমুদুল হক সোহেল, শামসুল আলম, আবুল বাশার, আবুল কালাম আজাদ, হারুন-অর-রশিদ প্রমুখ। এদিকে বুধবার গ্রেফতারকৃত পিডিবির উপ-সহকারী প্রকৌশলী মোঃ লাহরী খানের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। উল্লেখ্য, বিদ্যুত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী লাহরী খান তার স্ত্রী তাসনুবা রেজা ত্রপাকে নিয়ে নওগাঁ শহরের চকমুক্তার মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গত ২২ অক্টোবর রাতে লাহরী খানের স্ত্রী তাসনুবা রেজা ত্রপা কফির সঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঘুমের ওষুধ খাইয়ে ঘুমিয়ে রেখে সাবেক প্রেমিক ত্রপার পিতার বাড়ি কুষ্টিয়ার আড়ুয়াপাড়া মহল্লার মোঃ মাসুদুল হকের ছেলে মুক্তার হোসেন নামে এক যুবকের সঙ্গে পাশের ঘরে সারারাত কাটায়। সকালে ঘুম ভেঙ্গে গেলে পাশে স্ত্রীকে না দেখে পাশের ঘরে গিয়ে তাদের অপত্তিকর অবস্থায় দেখতে পান লাহরী।
×