ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫৯, ৪ নভেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১, বহুনির্বাচনী প্রশ্ন : ২৬. পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে এগিয়েছিল- র) প্রাথমিক শিক্ষায় রর) মাধ্যমিক শিক্ষায় ররর) উচ্চতর শিক্ষায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৭. ১৯৭০ সালের কত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়? ক) ৭ ডিসেম্বর খ) ৮ ডিসেম্বর গ) ৯ ডিসেম্বর ঘ) ১০ ডিসেম্বর ২৮.গণঅভ্যুত্থানে যুক্ত হতে গিয়ে শহিদ হন- র) মওলানা ভাসানী রর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ ররর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শাসসুজ্জোহা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর নিচের অুনচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও : মিশরীয় স্বৈরশাসকদের নির্যাতন নিষ্পেষনে অতিষ্ঠ হয়ে মিশরীয় জনগণ স্বৈরশাসকদের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে ওঠে। প্রতিবাদ এক সময় রাজতান্ত্রিক স্বৈরশাসকদের পতন ঘটায় ফলে মিশরে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়। ২৯.উদ্দীপকের মিশরীয় ঘটনাটির সাথে বাংলার ইতিহাসের কোন ঘটনাটি সামঞ্জস্যপূর্ণ? ক) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের খ) ভাষা আন্দোলন গ) ছয় দফা দাবি ঘ) এগার দফা দাবি ৩০. মিশরীয় জনগণের প্রতিবাদের সাথে বাংলার ইতিহাসের সংশ্লিষ্ট ঘটনাটিতে বাংলার জনগণের সামঞ্জ্যপূর্ণ প্রতিবাদ ছিল- র) গণতন্ত্র বাস্তবায়ন রর) অর্থনৈতিক বৈষম্যের অবদান ররর) সামরিক চক্র কর্তৃক বিলুপ্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তরমালা: ২৫.ঘ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.ক ৩০.ঘ
×