ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০২০ সাল নাগাদ উচ্চ আয়ের দেশ হবে মালয়েশিয়া

প্রকাশিত: ০৫:৪১, ৪ নভেম্বর ২০১৫

২০২০ সাল নাগাদ উচ্চ আয়ের দেশ হবে মালয়েশিয়া

২০২০ সাল নাগাদ বিশ্বব্যাংকের মানদ- অনুযায়ী অগ্রসর অর্থনীতির দেশ হবে মালয়েশিয়া। আসিয়ান কনফারেন্স অন এ্যাকাউন্টিং এডুকেশনে বক্তব্য রাখতে গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী আবদুল ওয়াহিদ ওমর কথা বলেছেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমকে বলেন, জাতীয় উন্নয়নে সরকারের নেয়া সামগ্রিক ও সমন্বিত পদক্ষেপের কারণে মালয়েশিয়ার এ অগ্রগতি সম্ভব হয়েছে। এ বছর মালয়েশিয়ার মথাপিছু মোট দেশজ আয় (জিএনআই) ১০ হাজার ডলারে দাঁড়িয়েছে, যেখানে ১৯৭০ সালে জিএনআই ছিল ৪০২ ডলার। তিনি বলেছেন, পাঁচ দশক ধরে আমরা উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি প্রত্যক্ষ করেছি। এ সময়ে আমরা কৃষিপ্রধান অর্থনীতি থেকে শিল্পপ্রধান জাতিতে রূপান্তর হয়েছি। -অর্থনৈতিক রিপোর্টার জমি না থাকলেও কৃষি ঋণ পাবে ছিটবাসী জমির মালিকানা সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি না হলেও দেশের মানচিত্রে সদ্য যুক্ত হওয়া সাবেক ছিটমহলগুলোর বাসিন্দাদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা যাবে। একই সঙ্গে জমির মালিকানা নিশ্চিত করা না গেলে, নাগরিকত্ব সনদ যাচাইপূর্বক দুই ততোধিক কৃষকের অনুকূলে গ্রুপ ভিত্তিতে কৃষি ঋণ (শস্য বন্ধকীকরণের বিপরীতে) বিতরণ করা যাবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পক্ষ থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, এতে বলা হয়, দেশের মানচিত্রে সদ্য যুক্ত হওয়া ১১১টি ছিটমহলে বসবাসকারী মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, অধিকার সুনিশ্চিত করা এবং এসব অঞ্চলে কৃষি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কৃষি ঋণ বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মসূচীর এ ব্যাপারে পদক্ষেপ নেয়া জন্য সকল তফসিলী ব্যাংককে নির্দেশ দেয়া যাচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×