ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পল্লী বিদ্যুতের গ্রাহক ১ কোটি ৩২ লাখ

প্রকাশিত: ০৫:৪০, ৪ নভেম্বর ২০১৫

পল্লী বিদ্যুতের গ্রাহক ১ কোটি ৩২ লাখ

গত অক্টোবর মাসেই গোটা দেশে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতাধীন এলাকায় ৩ লাখ ১ হাজার পরিবারকে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়া ২০১৫-২০১৬ অর্থবছরে ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুত সুবিধার আওতায় নিয়ে আসার যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নির্ধারণ করে তারই ধারাবাহিকতায় প্রতিমাসে এভাবে নতুন গ্রাহকদের বিদ্যুত সংযোগ প্রদান করা হচ্ছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রচেষ্ঠায় বিশাল এই জনগোষ্ঠীকে বিদ্যুত সুবিধার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। সব মিলিয়ে বাপবিবো অক্টোবর’২০১৫ পর্যন্ত গোটা দেশে ১ কোটি ৩২ লাখ পরিবারকে বিদ্যুত সুবিধার আওতায় এনেছে। যা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুত সমিতিসমূহের একটি বিশাল অর্জন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিনের বলিষ্ঠ নেতৃত্ব, কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই বিপুলসংখ্যক আবাসিক, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুত সংযোগ প্রদান করা সম্ভব হয়েছে। -বিজ্ঞপ্তি আব্দুল লতিফ রাকাবের নয়া মহাব্যবস্থাপক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন মহাব্যবস্থাপক হিসেবে নিযুক্ত হয়েছেন আবদুল লতিফ। মঙ্গলবার সরকার তাকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দিয়েছেন। রাকাবের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাকাব সূত্র জানায়, আব্দুল লতিফ একই ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালে প্রথম শ্রেণীর অফিসার (৫ম গ্রেড) হিসেবে ব্যাংকের চাকরি জীবন শুরু করেন। তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ও জোনাল ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ রংপুর বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ব্যাংকিংসহ গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। মনজেরুল ইসলাম শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি বিশিষ্ট ব্যাংকার মনজেরুল ইসলাম সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর পূর্বে তিনি জনতা ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। মনজেরুল ইসলাম জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ১৯৮৩ সালের জুন মাসে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন এবং উক্ত ব্যাংকে দীর্ঘ ৩২ বছর যাবত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে ২০১৩ সাল থেকে জনতা ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি
×