ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগান শান্তি আলোচনা পুনরুজ্জীবনের সময় হয়নি ॥ সারতাজ

প্রকাশিত: ০৫:১৭, ৪ নভেম্বর ২০১৫

আফগান শান্তি আলোচনা পুনরুজ্জীবনের সময় হয়নি ॥ সারতাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, আফগান শান্তি আলোচনা পুনরুজ্জীবনে ইসলামাবাদের উপযুক্ত সময় এটি নয় কাজ করার। ইসলামাবাদে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। সারতাজ আজিজ আরও বলেন, আলোচনার জন্য বর্তমান সময় উপযুক্ত নয় বলেই পাকিস্তান মনে করে। শান্তি আলোচনা শুরুর জন্য যুদ্ধে জড়িত উভয়পক্ষকে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। এছাড়া শান্তি আলোচনার উপযুক্ত পরিবেশও সৃষ্টি করতে হবে বলে জানান তিনি। সারতাজ আজিজ আরও বলেন, আলোচনায় সফলতার জন্য পূর্ব-শর্তের প্রয়োজনীয়তা আছে। এছাড়া, উভয়পক্ষের ঐকমত্যের প্রয়োজন আছে বলেও উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে আফগান সরকার এবং তালেবান উভয়কেই কার্যকর আলোচনার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। এছাড়া, সংহতিকে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার নিশ্চিত পথ বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তানে পর্যটন শহর মারিতে তালেবান এবং আফগান সরকারের মধ্যে প্রথম আলোচনার আয়োজন করেছিল পাকিস্তাান। -ডন অনলাইন গেমসে ব্রেইন ট্রেনিং গেমসে যুক্তি ও স্মরণশক্তির ধাঁধা সমাধান করতে হয়, বয়স্ক মানুষদের জন্য তা খুবই উপকারী। ব্রেইন ট্রেনিং, অর্থাৎ এর মাধ্যমে মস্তিষ্ককে এক ধরনের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। এ ধরনের প্রশিক্ষণের ফলে বয়স্ক মানুষেরা তাদের দৈনন্দিন কাজকর্ম, যেমন বাজার করা, রান্না করা এবং নিজের টাকা-পয়সার হিসাব রাখতে পারবেন।- বিবিসি পার্কে নারীর জন্য চেয়ার তুরস্কের ইস্তাম্বুল শহরের কিছু পার্কে নারীরা অপরিচিত পুরুষদের সঙ্গে বসতে অস্বস্তি প্রকাশ করায় তাদের জন্য অভিনব এক চেয়ারে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। টিউলিপ ফুলের মতো দেখতে উজ্জ্বল রঙের এসব চেয়ার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নারীরা বিনা-দ্বিধায় বসতে পারেন। চেয়ারটি ৩৬০ ডিগ্রী ঘুরতে পারে যাতে করে সেখানে কোন নারী যে কোন সময়ে যে কোন দিকে মুখ ঘুরিয়ে বসতে পারেন। চেয়ারটি যখন ব্যবহার করা হবে না তখন সেটি ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যাবে। -ওয়েবসাইট
×