ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসিম আবদুল হালিমের ইন্তেকাল

প্রকাশিত: ০৫:৩১, ৩ নভেম্বর ২০১৫

হাসিম আবদুল হালিমের ইন্তেকাল

জনকণ্ঠ ডেস্ক ॥ পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পীকার হাসিম আব্দুল হালিম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। দীর্ঘ দিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার অনলাইনের। তার পারিবারিক সূত্র জানিয়েছে সোমবার সকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় আব্দুল হালিমের। তারপর তাকে রয়েড স্ট্রিটের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সাবেক এই স্পীকারের মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ অন্যরা শোক প্রকাশ করেছেন। একটানা ২৯ বছর স্পীকারের দায়িত্ব পালন করেন তিনি যা ভারতের ইতিহাসে প্রথম। বিধানসভা বিশেষজ্ঞ দিলীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আব্দুল হালিম স্পীকার হিসেবে এতটাই পারদর্শী ছিলেন যে, অন্য রাজ্যের স্পীকাররা তাঁর কাছ থেকে পরামর্শ নিতেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেলেন হালিম।
×