ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেএসসি ও জেডিসির আজকের পরীক্ষা দুপুর ২টায়

প্রকাশিত: ০৫:২৩, ৩ নভেম্বর ২০১৫

জেএসসি ও জেডিসির আজকের পরীক্ষা দুপুর ২টায়

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশককে হত্যা এবং আরও তিনজনকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা হরতালে আজকের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আজকের জেএসসির ইংরেজী প্রথমপত্র এবং জেডিসির বাংলা প্রথমপত্রের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ২টায় অনুষ্ঠিত হবে। এদিকে সোমবার শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে জেএসসি ও জেডিসির দ্বিতীয় দিনের পরীক্ষা। এদিন নিবন্ধন করে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৮ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছে এক শিক্ষকসহ ১৪ জন। জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ সারাদেশে আধাবেলা হরতাল পালনের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। হরতালের কারণেই সোমবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবারের পরীক্ষা সকালের পরিবর্তে দুপুরে নেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবারের জেএসসির ইংরেজী প্রথমপত্র এবং জেডিসির বাংলা প্রথমপত্রের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ২টা থেকে শুরু হবে। এদিকে দ্বিতীয় দিন সাধারণ আট বোর্ডের জেএসসিতে অনুষ্ঠিত হয়েছে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। মাদ্রাসা বোর্ডের জেডিসিতে নবেম্বর আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের মতো এদিনও আসন খুঁজে নেয়ার জন্য আগেভাগেই ছেলে-মেয়েকে নিয়ে কেন্দ্রে চলে আসেন অভিভাবকরা। এরপর পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করলেও বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জটলা ছিল ঠিকই। গল্পগুজব আর আড্ডায় মেতে উঠেন তারা। এবার নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী। আগামী ১৮ নবেম্বর পর্যন্ত চলবে এ পরীক্ষা। এ পরীক্ষায় এবার ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা এক লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি। পরীক্ষায় বহু নির্বাচনী ও সৃজনশীল এ দুটি অংশ মিলে ৩৩ নম্বর পেলেই পাস বলে গণ্য হবে। এসএসসি-এইচএসসির মতো দুটি অংশে আলাদা আলাদা পাসের প্রয়োজন নেই।
×