ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বসেরা মিডফিল্ডার বাসকুয়েটস ॥ এনরিকে

প্রকাশিত: ০৫:৫৮, ২ নভেম্বর ২০১৫

বিশ্বসেরা মিডফিল্ডার বাসকুয়েটস ॥ এনরিকে

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার কোচ লুইস এনরিকে এখন দারুণ মুগ্ধ সার্জিও বাসকুয়েটসের নৈপুণ্যে। গেটাফের বিপক্ষে কাতালান শিবিরের ২-০ গোলে জয়ের দিন এ স্প্যানিশ মিডফিল্ডারের পারফর্মেন্স আরও বিস্মিত করেছে তাকে। আর সে কারণে ম্যাচশেষে বাসকুয়েটসকে বিশ্বসেরা মিডফিল্ডার বলে দাবি করেছেন এনরিকে। ইনজুরি আক্রান্ত অন্যতম ভরসা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি না থাকলেও সেই অভাবটা বুঝতে পারছেন না তিনি। এর কারণ দুই লাতিন ফরোয়ার্ড নেইমার ও লুইস সুয়ারেজ প্রায় প্রতি ম্যাচেই গোল করে যাচ্ছেন। আর তাদের যথাযথ সহায়ক হিসেবে মাঝমাঠে দুরন্ত ফুটবল প্রদর্শনী দেখিয়ে চলেছেন বাসকুয়েটস। বেশ লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে গেছেন মেসি। হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে খেলতে পারছেন না। কিন্তু তিনি ছিটকে যাওয়ার পর থেকেই যেন দুরন্ত হয়ে উঠেছেন সুয়ারেজ। আর নেইমার তো আছেনই। দু’জন মিলে চলতি লা লিগায় মেসির অনুপস্থিতিতেই গোল করেছেন ১৪টি। কিন্তু এনরিকের মনোযোগ এ দু’জনের দিকে নয়। বরং তিনি সবার চেয়ে এগিয়ে রাখছেন বাসকুয়েটসকে। মাঝমাঠে রীতিমতো ঝড় হয়ে উঠেছেন তিনি। এ বিষয়ে এনরিকে বলেন, ‘তিনি অনন্য একজন খেলোয়াড়। তিনি আমার কাছে সবচেয়ে পরিপূর্ণ একজন খেলোয়াড়। আমার কাছে বর্তমান বিশ্বে তাকেই সেরা মিডফিল্ডার মনে হয়। এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই। তিনি আমাদের জন্য মৌলিক একজন খেলোয়াড়। সেটা শুধু তার ফুটবল মেধার জন্য নয়, বরং যেকোন পজিশনে খেলার যোগ্যতার জন্য। তিনি সব পজিশনের জন্যই উচ্চপর্যায়ের একজন খেলোয়াড়।’ টানা খেলার মধ্যে আছেন ফুটবলাররা। একই সঙ্গে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লীগে খেলতে হচ্ছে সবাইকে। এটা ইনজুরি ছড়িয়ে দিচ্ছে। বাসকুয়েটস যেভাবে খেলছেন সেক্ষেত্রে তার ওপরে চাপটা একটু বেশিই পড়ছে। আর সে জন্য বাসকুয়েটসকে নিয়েও একটা দুশ্চিন্তা করছেন এনরিকে। তিনি ভাবছেন কোনভাবে এ মিডফিল্ডারকে কিছুটা বিশ্রাম দেয়া যায় কিনা। এ বিষয়ে এনরিকে বলেন, ‘রক্ষণভাগের সামনের অংশে খেলতেই তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি যখন যেখানে থাকেন দলও একইসঙ্গে রক্ষণভাগে দৃঢ়তা পায় এবং আক্রমণের গতি পায়। তিনি আমাদের মূল খেলোয়াড় এবং সে কারণে আমি যখনই পারব তখনই তাকে বিশ্রাম দেয়ার চেষ্টা করব।’ এনরিকে অবশেষে সের্গি রবার্তো ও আন্দ্রেস ইনিয়েস্তার ওপরও ভরসা করার মতো ফুরসত পেয়েছেন।
×