ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়াগনারের স্কেট কানাডা জয়

প্রকাশিত: ০৫:৫৭, ২ নভেম্বর ২০১৫

ওয়াগনারের স্কেট কানাডা জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুুমের গ্রাঁ প্রিঁ ফিগার স্কেটিং শুরু হয়ে গেছে। সপ্তাহখানেক আগেই বছরের প্রথম গ্রাঁ প্রিঁ আসর স্কেট আমেরিকা অনুষ্ঠিত হয়েছে। সেখানে চমক দেখিয়ে প্রথমবারের মতো গ্রাঁ প্রিঁ আসরে নেমেই স্বর্ণ জয় করেছেন রাশিয়ান কিশোরী ইভগেনিয়া মেদভেদেভা। আর মৌসুমের দ্বিতীয় মহিলা আইএসইউ গ্রাঁ প্রিঁ আসরে স্বর্ণ জিতে নিলেন মার্কিন তারকা এ্যাশলে ওয়াগনার। ফ্রি স্কেট প্রোগ্রামে দ্বিতীয় হলেও শর্ট প্রোগ্রামে প্রথম হয়েছিলেন। সার্বিকভাবে পয়েন্টে সবচেয়ে এগিয়ে থেকে তিনি মৌসুমের প্রথম স্বর্ণ জিতলেন। আর রাশিয়ার এলিজাভেতা তুকতামাইশেভা জিতেছেন রৌপ্য। ওয়াগনার ফ্রি স্কেটে প্রথম হতে পারেননি। তবে শর্ট প্রোগ্রামে ব্যক্তিগত সেরা নৈপুণ্য দেখিয়েছেন। এ প্রোগ্রামে তিনি ৭০.৭৩ পয়েন্ট স্কোর করেন। তিনি সবমিলিয়ে স্কোর করেন ২০২.৫২ পয়েন্ট। ফ্রি স্কেটে ১৩১.৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন তিনি। ওই প্রোগ্রামে সেরা হন তুকতামাইশেভা। তিনি ১৩৩.৬২ পয়েন্ট স্কোর করেন। কিন্তু এ রাশিয়ান তরুণী শর্ট প্রোগ্রামে হতাশাজনক নৈপুণ্য দেখিয়েছেন। হতে পেরেছেন সপ্তম। সার্বিকভাবে ১৮৮.৭৯ পয়েন্ট স্কোর করেন তিনি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তুকতামাইশেভা। সে হিসেবে তিনিই ছিলেন ফেবারিট। কিন্তু শর্ট প্রোগ্রামের ব্যর্থতার কারণে তিনি আর সেরা হতে পারলেন না। কিন্তু শেষ পর্যন্ত ফ্রি স্কেটে দুর্দান্ত সাফল্যের কারণে রৌপ্য জয় করেন তুকতামাইশেভা। জাপানের ১৬ বছর বয়সী কিশোরী ইউকা নাগাই নিজের প্রথম গ্রাঁ প্রিঁ ইভেন্টেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। তিনি সার্বিকভাবে ১৭২.৯২ পয়েন্ট স্কোর করে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন। অবশ্য খুব বেশি পিছিয়ে ছিলেন না তার স্বদেশী কানাকো মুরাকামি। মাত্র ১.৩৩ পয়েন্ট কম স্কোর করে এ জাপানী তারকা চতুর্থ হয়েছেন। যদিও স্বাগতিক কানাডার গ্যাব্রিয়েলা ডেলম্যান ফ্রি স্কেটে দারুণ নৈপুণ্য দেখান। ১১৬.২০ পয়েন্ট স্কোর করে তিনি তৃতীয় হয়েছিলেন ফ্রি স্কেটে। এ প্রোগ্রামে কাজাখস্তানের কিশোরী এলিজাবেত তুরসিনবায়েভা ডেলম্যানের চেয়ে মাত্র ০.৮৮ পয়েন্ট পিছিয়ে থেকে চতুর্থ হন।
×