ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে বিদ্যুত সংযোগের নামে ১০ লাখ টাকা হজম

প্রকাশিত: ০৫:৫১, ২ নভেম্বর ২০১৫

জামালপুরে বিদ্যুত সংযোগের নামে ১০  লাখ টাকা হজম

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১ নবেম্বর ॥ সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার নামে দুই শতাধিক লোকের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় প্রতারকচক্র। ওই চক্রের হোতা স্কুল শিক্ষক কালাম মৌলভী ছয় মাস আগে টাকা তুলে আত্মসাত করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম চর মালিপাড়া গ্রাম পল্লী বিদ্যুতের নতুন সংযোগের প্রচার করে স্থানীয় প্রতারকচক্র। সংযোগের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় হবে বলে এলাকার লোকদের কাছে খরচ বাবদ চাঁদা ধরা হয়। নিরীহ কৃষক-জনতা সরল বিশ্বাসে তিন থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ তুলে দেন প্রতারকদের হাতে। এলাকাবাসী অভিযোগ করেন, মালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালাম মৌলভী তার সহযোগী একই স্কুলের দপ্তরী হায়দার, রঘুনাথপুর বাজারের ব্যবসায়ী হামিদ আলী ও রেজাউলকে দিয়ে টাকা তুলে আত্মসাত করেন। ছয় মাস আগে সেচপাম্প ও আবাসিক সংযোগের নামে দুই শতাধিক লোকের কাছ থেকে দশ লাখ টাকা আদায় করেন। ওই গ্রামের আবুল কাশেম, মাসুদ মিয়া ও খোরশেদ জানান, কালাম মৌলভীর কাছে সেচপাম্পের সংযোগের নামে তারা যথাক্রমে সাত হাজার, নয় হাজার ও ১০ হাজার টাকা করে দিয়েছেন। আঃ গফুর, মানিক মিয়া, নাজির উদ্দিন, হারুনুর রশিদ, ওয়াজেদ, বাহেজ ম-ল ও ফরিদ জানান, আবাসিক সংযোগের জন্য তাদের কাছ থেকে প্রতারকচক্র দুই থেকে পাঁচ হাজার পর্যন্ত করে টাকা হাতিয়ে নেয়। স্থানীয় কৃষক শাহালী জানান, ‘আমি একসঙ্গে ৫২ জনের এক লাখ ৫৬ হাজার টাকা কালাম মৌলভীর হাতে তুলে দিয়েছি। টাকা আদায়ের অনেকদিন কেটে গেলেও এলাকায় বিদ্যুত সংযোগের কোন আভাসই পাওয়া যায়নি। এদিকে এলাকাবাসী বার বার কালাম মৌলভীর কাছে টাকা ফেরত চাইলে উল্টো তিনি নিরীহ লোকদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করে। তবে কালাম মৌলভী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টাকা নিয়েছি সবাইকে বিদ্যুত সংযোগ দেয়ার জন্য আমি কোন প্রতারণা করিনি, এলাকার স্বার্থেই এ কাজ করেছি।’ এ ব্যাপারে জামালপুর পল্লী বিদ্যুত সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহিতুল ইসলাম বলেন, ‘মালিপাড়া এলাকায় বর্তমানে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের বিষয়টি আমার জানা নেই। বিদ্যুত সংযোগের আগে টাকা নেয়া বিধি বহির্ভূত, যদি কেউ এমন করে থাকে তবে তা দালালচক্রের কাজ।’ জামালপুর পল্লী বিদ্যুতের উপদেষ্টা প্রতিষ্ঠানের কর্মকর্তা ইঞ্জিনিয়ার বিশ্বদেব দাস বলেন, ‘বিদ্যুত সংযোগের নামে টাকা লেনদেনের বিষয়টি আমার জানা নেই।’
×