ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:২৭, ২ নভেম্বর ২০১৫

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ আড়াই বছরের শিশু নিলুফা ইয়াসমিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে জন্মগত হৃদরোগে ভুগছে। তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউবা ইউনিয়নের নবীনগর গ্রামে তাদের বাড়ি। শিশুটির পিতা নুর ইসলাম একজন শ্রমিক। পরিবারটির আর্থিক অবস্থা ভাল না। বর্তমানে টাকার অভাবে শিশুটির চিকিৎসা বন্ধ রয়েছে। শিশু নিলুফা ইয়াসমিনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৯৭৭০৩১৬৩। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×