ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় শিশু রাকিব হত্যা মামলার রায় ৮ নবেম্বর

প্রকাশিত: ০৫:২৫, ২ নভেম্বর ২০১৫

খুলনায় শিশু রাকিব হত্যা মামলার  রায় ৮ নবেম্বর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আলোচিত শিশু রাকিব হত্যা মামলার রায় আগামী ৮ নবেম্বর ঘোষণা করা হবে। রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে যুক্ততর্ক শেষে বিচারক দিলরুবা সুলতানা রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। গত ৩ আগস্ট হত্যাকা-ের শিকার হয় রাকিব। স্বল্প সময়ের মধ্যে হত্যামামলার রায় হতে যাওয়ার ঘটনা বাংলাদেশে এই প্রথম বলে আদালত সূত্রে জানা গেছে। বাদী পক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্বয়কারী এ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, আগামী ৮ নবেম্বর রবিবার শিশু রাকিব হত্যামামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আদালত। রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্ততর্ক শেষে বিচারক দিলরুবা সুলতানা এই দিন ধার্য করেন। এ্যাডভোকেট মোমিনুল ইসলাম আরও বলেন, ‘রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি আসামিরা সর্বোচ্চ দ-ে দ-িত হবেন’। তিনি জানান, কোন হত্যামামলার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে স্বল্প সময়ের মধ্যে শিশু রাকিব হত্যা মামলার রায় হবে প্রথম ঘটনা। রায় ঘোষণার জন্য আদালতের মাত্র ১০ কার্য দিবস লেগেছে। এক কর্মস্থল ছেড়ে অন্য কর্মস্থলে যোগ দেয়ায় শিশু রাকিবকে গত ৩ আগস্ট বিকেলে মেটরসাইকেলে হাওয়া দেয়া কম্প্রেসার মেশিনের পাইপের মুখ মলদ্বারে ঢুকিয়ে পেটে হাওয়া দেয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরের দিন রাকিবের বাবা নুরুল আলম নগরীর টুটপাড়া কবরখানা এলাকার মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার কথিত চাচা মিন্টু মিয়া ও শরীফের মা বিউটি বেগমকে আসামি করে খুলনা থানায় হত্যামামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমেদ গত ২৫ আগস্ট এজাহারভুক্ত তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। এর আগে আসামি তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গত ৬ সেপ্টেম্বর মামলাটির বিচার কার্য শুরুর জন্য মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। ৫ অক্টোবর আসামি শরীফ, মিন্টু মিয়া ও বিউটি বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। মামলায় মোট ৩৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
×