ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাবি বাস্তবায়নে সরকারী কলেজ শিক্ষকদের ১৫ দিনের আল্টিমেটাম

প্রকাশিত: ২০:০৩, ১ নভেম্বর ২০১৫

দাবি বাস্তবায়নে সরকারী কলেজ শিক্ষকদের ১৫ দিনের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পে-স্কেলে সরকারী কলেজ শিক্ষকদের মর্যাদা এবং বেতন সম্বন্ধিত রাখার দাবিতে আজ রবিবার শিক্ষা অধিদফতরে সমাবেশ করেছে বিসিএস শিক্ষা সমিতি। সমাবেশ থেকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেট পুর্নবহালের দাবি বাস্তবায়নে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৭ নবেম্বর দেশজুড়ে সকল সরকারী কলেজে লাগাতার ধর্মঘটের হুমকি দেয়া হয়েছে। শিক্ষা অধিদফতরে আজকে সমাবেশ ছিল সরকারী কলেজ শিক্ষকদের সাম্প্রতিককালের সবচেয়ে বড় কর্মসূচী। সারা দেশের সরকারী কলেজ শিক্ষকরা এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। বিসিএস শিক্ষা ক্যাডারের সকল সংগঠন মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে কর্মসূচীতে অংশ নেয়। বিসিএস শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক নাসরিন বেগম, মহাসচিব আইকে সলিমুল্লাহ খন্দকারসহ শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
×