ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মামুনের খালাসের রায় বাতিল, ফের শুনানির নির্দেশ

প্রকাশিত: ১৮:৫০, ১ নভেম্বর ২০১৫

মামুনের খালাসের রায় বাতিল, ফের শুনানির নির্দেশ

স্টাফ রির্পোটার ॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে মামলার পুনরায় আপিল শুনানির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিরের নিষ্পত্তি করে এই আদেশ দেয়। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০০৮ সালে বিচারিক আদালত মামুনকে ১০ বছরের সাজা, ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের জেল দেন। এ রায়ের বিরুদ্ধে মামুন আপিল করলে ২০১২ সালে ৩০ জুলাই হাইকোর্ট তাকে খালাস দেন। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুদক।
×