ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাক্কানি পাল্পের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:২৯, ১ নভেম্বর ২০১৫

হাক্কানি পাল্পের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের হাক্কানি পাল্প এ্যান্ড পেপার মিলস ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.২৩ টাকা এবং শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ১.৩০ টাকা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। আর এ বিষয়ক রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×