ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশবাসীকে ফের ঐক্যের বার্তা প্রণব মুখার্জীর

প্রকাশিত: ০৬:২৫, ১ নভেম্বর ২০১৫

দেশবাসীকে ফের  ঐক্যের বার্তা  প্রণব মুখার্জীর

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের দেশের মূল চরিত্র। বহুত্ববাদীতাই আমাদের সমবেত শক্তি। আমাদের সংবিধানের প্রতিটি ধারাতেও এই কথা বলা হয়েছে। যে কোনও মূল্যে এটা ধরে রাখতে হবে। শনিবার এই ভাষাতেই দেশবাসীকে ফের ঐক্যের বার্তা দিলেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী। খবর ওয়েবসাইট। গত কয়েক সপ্তাহ ধরেই দেশজুড়ে সাম্প্রদায়িক অসহিষ্ণুতার বাতাবরণ চলছে। এই অসহিষ্ণুতার বাতাবরণ কাটাতে ইতেমধ্যে বেশ কয়েকবার দেশবাসীকে ঐক্যের বার্তা দিয়েছেন প্রসিডেন্ট। এদিন দিল্লী হাইকোর্টের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের বক্তব্যেও তার গলায় সেই একই সুর শোনা যায়। দেশবাসীর মধ্যে সহিষ্ণুতা জাগিয়ে তোলার উৎসাহ দিয়ে প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশে সহিষ্ণুতা এবং আত্মীকরণের শক্তি বিস্তৃত রয়েছে। তবে বর্তমান সময় আমাদের একতার পরীক্ষা নিচ্ছে। আমাদের শতাব্দী প্রাচীন সভ্যতায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বিরাজ করছে। এর আগে শুক্রবারও প্রেসিডেন্ট ভবনে আফ্রিকার রাষ্ট্রনেতাদের সঙ্গে মিলিত হয়ে ঐক্যের বার্তা শুনিয়েছিলেন প্রণব। তিনি বলেছিলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের রক্তে। আমরা সহাবস্থান, আলোচনা, পারস্পরিক বোঝাপড়া এবং শান্তিকে প্রাধান্য দিই। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট যে উদ্বিগ্ন, তা তার বারবার ঐক্যের বার্তা দানেই স্পষ্ট হয়ে উঠছে।
×