ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে বাউল উৎসব

প্রকাশিত: ০৬:১০, ১ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জে বাউল উৎসব

নিজস্ব সংবাদদদাতা, কিশোরগঞ্জ ॥ বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত বাউল গীতিকার ও সুরকার হারিছ মোহাম্মদের গান নিয়ে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাউল উৎসব। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ গুণী শিল্পীকে উত্তরীয় ও সম্মাননা প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন-কণ্ঠশিল্পী মোঃ আবুল হাশেম, ক্লোজ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু, বাউলশিল্পী আব্দুস সালাম সরকার, বাউলশিল্পী আব্দুল কদ্দুছ মিয়া, বাউল গীতিকার ও সুরকার আব্দুল ওয়াহাব মাস্টার। এ সময় শিল্পীদের জীবনী পাঠ করেন কবি গৌতম দেবনাথ। জেলা বারের সভাপতি ও পিপি শাহ আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি বাদল রহমান, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওসমান গণি, লোক গবেষক অধ্যক্ষ প্রিন্স রফিক খান প্রমুখ। বিপুলসংখ্যক দর্শক শিল্পকলায় ক্লোজ ওয়ান তারকা রিংকুসহ জেলার বাউল শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।
×