ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রুনাইতে দালাল চক্রের কবলে বরিশালের নবীন

প্রকাশিত: ০৫:৪৩, ১ নভেম্বর ২০১৫

ব্রুনাইতে দালাল চক্রের কবলে বরিশালের নবীন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এক বছর পূর্বে ব্রুনাইতে পাড়ি জমিয়েছিলেন বেকার যুবক নবীন হাওলাদার। দীর্ঘদিনেও দালাল চক্র নবীনকে কাজ না দিয়ে উল্টো পাসপোর্ট আটকে মোটা অঙ্কের টাকা দাবি করছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় দালালরা নবীনকে হত্যা করে ব্রুনাইতে লাশ গুমের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা গ্রামের কালাম হাওলাদারের ছেলে নবীন হাওলাদার ব্রুনাই থেকে মোবাইল ফোনে জানান, এক বছর পূর্বে উপজেলার লাখেরাজ কসবা গ্রামের সেকেন্দার মৃধার ছেলে ব্রুনাই প্রবাসী আমির আলী মৃধার মাধ্যমে সাড়ে চার লাখ টাকা দিয়ে তিনি ব্রুনাইতে পাড়ি জমান। ব্রুনাইতে যাওয়ার পর দালাল আমির আলী, তার বাবা ও ব্রুনাই প্রবাসী ছোট ভাই সোহাগ কৌশলে পাসপোর্ট আটক করে আরও দুই লাখ টাকা দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে না চাওয়ায় দালাল চক্রটি তার সাথে টালবাহানা শুরু করে। নবীন আরও জানান, দীর্ঘদিনেও পাসপোর্ট না দেয়ায় সে বৈধ কোন কাগজপত্র তৈরি করতে পারেনি। ফলে অবৈধ হিসেবে পালিয়ে থাকায় সে কোন কাজও ঠিক করতে পারছে না। কান্নাজড়িত কণ্ঠে নবীন বলেন, একদিকে অবৈধ অন্যদিকে অর্থাভাবে অনেকদিন না খেয়ে থাকায় এখন সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়লেও দালালরা টাকার জন্য তাকে ভয়ভীতিসহ হত্যা করে ব্রুনাইতে লাশ গুম করার হুমকি অব্যাহত রেখেছে। দেশে ফিরে আসার জন্য নবীন প্রশাসনের উর্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন। বিষয়টি নবীন হাওলাদার মোবাইল ফোনে গৌরনদী মডেল থানার ওসিকেও অবহিত করেছেন। ওসি আলাউদ্দিন মিলন জানান, নবীনের পক্ষে যে কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেই তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
×