ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পীকার নির্বাচিত হলেন রায়ান

প্রকাশিত: ০৭:০১, ৩১ অক্টোবর ২০১৫

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের  স্পীকার নির্বাচিত  হলেন রায়ান

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পীকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পল রায়ান। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য পল রায়ান বুধবার স্পীকার নির্বাচিত হন। খবর ওয়েবসাইটের। ৪৫ বছর বয়সী রায়ান ২০১২ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির রানিংমেট হিসাবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ড্যানিয়েল ওয়েবস্টারকে হারিয়ে স্পীকার নির্বাচিত হয়েছেন। রায়ান স্পীকার জন বোয়েনারের স্থলাভিষিক্ত হবেন। পল রায়ান ১৯৯৯ সালে প্রথম কংগ্রেস সদস্য নির্বাচিত হয়ে টানা ১৭ বছর ধরে আসন ধরে রেখেছেন। এই দীর্ঘসময়ে তিনি কংগ্রেসের গুরুত্বপূর্ণ বেশকিছু দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। বিদায়ী স্পীকার জন বোয়েনারও তারই দলের।
×