ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেসিও খেলবেন প্রিমিয়ার লীগে!

প্রকাশিত: ০৫:৪১, ৩১ অক্টোবর ২০১৫

মেসিও খেলবেন  প্রিমিয়ার লীগে!

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইংলিশ প্রিমিয়ার লীগ প্রীতি সবারই জানা। সেই দলে এবার বার্সিলোনার আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিও কী যোগ দিতে যাচ্ছেন। এমনই খবর রটেছে। মেসি প্রিমিয়ার লীগে খেলতে পারেন। কিন্তু এমন কেন রটছে? মেসি যে ইংরেজী শিখছেন। তার হঠাৎ ইংরেজী প্রীতিই ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার ইঙ্গিত দিচ্ছে। প্রায় চল্লিশটিরও বেশি ভাষা রয়েছে আর্জেন্টিনায়। তবে সেখানে স্প্যানিশ ভাষারই বেশি আধিপত্য। মেক্সিকো, স্পেন ও কলম্বিয়ার পর আর্জেন্টিনার অবস্থান, স্প্যানিশ ভাষা প্রয়োগের ক্ষেত্রে। বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির জন্ম আর্জেন্টিনায়, তবে বেড়ে ওঠা স্পেনে। ফলে স্প্যানিশ ভাষাটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বার্সিলোনার এই সুপারস্টারের সঙ্গে। আন্তর্জাতিক পরিম-লে মেসির সুপরিচিত থাকলেও, ইংরেজী ভাষায় খুব একটা পারদর্শী নন তিনি। তবে এখন তিনি শিখতে শুরু করেছেন ইংরেজী। আর এখানেই রহস্যের গন্ধও খোঁজা হচ্ছে। এতদিন পর ইংরেজী ভাষা শেখারই প্রয়োজন পড়ল কেন মেসির? প্রশ্নটা ওঠাই স্বাভাবিক। মেসির এই ইংরেজী শিক্ষার পেছনের কারণও খোঁজা হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লীগই নাকি এর পেছনের কারণ। বার্সিলোনা ছেড়ে ইংল্যান্ডের কোন ক্লাবে পাড়ি জমাতে পারেন তিনি। এমন শঙ্কার কথাই জানিয়েছেন স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ ও সাংবাদিক গুইলেম বালাগুয়ে। স্কাই স্পোর্টসে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করা গুইলেম জোর দিয়ে বলছেন না, মেসি চলে যেতে পারেন অন্যত্র। বিষয়টি নিয়ে মেসি ভাবতে পারেন বিস্তর। তবে মেসির ইংরেজী শেখা ও তার জাতীয় দলের সতীর্থ ম্যানচেস্টার সিটির সার্জিও এ্যাগুয়েরোর বিভিন্ন পরামর্শ নতুন কোন খবরের জন্মও দিতে পারে। স্পেনে কর জটিলতার কারণে মেসি বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। আয়কর ফাঁকির মামলায় মেসি ও তার বাবা দৌড়াচ্ছেন আদালতে। কিছুদিন আগে জোর খবর দিয়েছিল স্প্যানিশ মিডিয়া, যেখানে উল্লেখ করা হয়, শুধু বার্সিলোনা নয়, স্পেনই ছাড়তে পারেন মেসি। সে ক্ষেত্রে মেসিকে পেতে মুখিয়ে আছেন ইংল্যান্ডের দুই ক্লাব চেলসি ও ম্যানচেস্টার সিটি। এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করছেন সার্জিও এ্যাগুয়েরো। ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগুয়ে বলেছেন, ‘সার্জিও এ্যাগুয়েরো ও ফ্যাব্রিগাসের কাছ থেকে ইংল্যান্ড ও প্রিমিয়ার লীগের গুণাবলী ও সৌন্দর্য সম্পর্কে শুনেছেন মেসি। যাতে বেশ আকর্ষণ বেড়েছে মেসির। নতুন চ্যালেঞ্জ নেয়ার প্রবণতা ভর করতে পারে তার মধ্যে’। তিনি আরও বলেছেন, ‘সে (মেসি) ক্রমেই পরিণত হচ্ছে। সে নিজেকে ইংল্যান্ডের ফুটবল লীগে কল্পনা করতেই পারে। এ কারণেই সে ইংরেজী শিখছেন, যদি কাজে লেগে যায়। সম্ভাবনা কাজে লাগানোর জন্যই সে (মেসি) প্রস্তুত হচ্ছেন।’ তবে বার্সার খামার বাড়ি পরিচিত লা মেসিয়া থেকে যে মেসির উৎপত্তি, সেই জায়গা ছেড়ে যেতে পারবেন কী মেসি?
×