ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০ মাসের মধ্যেই ইমরান-রিহামের বিচ্ছেদ

প্রকাশিত: ০৫:৪০, ৩১ অক্টোবর ২০১৫

১০ মাসের মধ্যেই ইমরান-রিহামের বিচ্ছেদ

স্পোর্টস রিপোর্টার ॥ দশ মাস পেরোতে না পেরোতেই বিচ্ছেদের শিরোনামে ইমরান খান। শুক্রবার দ্বিতীয় স্ত্রী রিহাম খানের সঙ্গেও সম্পর্কের পাঠ চুকিয়ে ফেললেন বর্তমান রাজনীতিবিদ এবং পাকিস্তানের সাবেক সফল এই অধিনায়ক। শুক্রবার রিহাম খান তার নিজের টুইটার একাউন্টেই জানান যে, তালাকের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ২০১৫ সালের জানুয়ারিতে বিবিসির সাবেক উপস্থাপিকা রিহামকে বিয়ে করেছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান। অবশ্য ২০১৪ সালের ডিসেম্বরে তাদের রোমান্সের খবর আসে সংবাদ মাধ্যমে। ৬২ বছর বয়সী ইমরান খান পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান। আর ৪২ বছরের রিহামের পেশা ছিল সাংবাদিকতা। দুইজনেরই এটি দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়েতে তিন সন্তান ছিল রিহামের। ইমরান প্রথম বিয়ে করেছিলেন ব্রিটিশ জেমিমা গোল্ডস্মিথকে। ১৯৯৫ থেকে ২০০৪ পর্যন্ত প্রথম সংসার করেন তিনি। এরপর তালাক হয় তাদের। ওই সংসারে ২ ছেলে ইমরান খানের। তার সাবেক স্ত্রী জেমিমা এখন রাসেল ব্র্যান্ডের সঙ্গে ডেটিং করছেন। রিহাম ১৫ বছর সংসার করেছেন ইজাজ রহমানের সঙ্গে। ২০০৫ সালে তাদের তালাক হয়। ইমরান-রিহামের ডিভোর্সের খবর সম্পর্কে শুক্রবার তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র নাইম-উল হক এক বিবৃতিতে জানান, ‘পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও রিহাম খান পারস্পরিক সম্মতিতে তালাকের সিদ্ধান্ত নিয়েছেন। এই যন্ত্রণাদায়ক ঘটনার গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনা করে মিডিয়াকে কোন অনুমানে ভর না করতে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আর কিছু জানানো হবে না।’ গত সেপ্টেম্বরেই প্রথমবারের মতো শিরোনামে আসে এই জুটি। পাকিস্তান সংবাদ মাধ্যমে উঠে আসা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইমরান আর রিহামের মধ্যে সম্পর্কটা ভাল যাচ্ছে না। পাকিস্তান টুডে তখন প্রতিবেদনে জানায়, রিহামের রাজনৈতিক অভিলাসের বিষয় নিয়ে ইমরান বিরক্ত। কিন্তু জবাবে, ইমরান তখন সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক ঠিক আছে। তবে সেই সম্পর্ক আর খুব বেশি দিন এগুলো না।
×