ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে খাদ্যে বিষক্রিয়া, দুই পরিবারে অসুস্থ ১২

প্রকাশিত: ০৫:২০, ৩১ অক্টোবর ২০১৫

সিলেটে খাদ্যে বিষক্রিয়া, দুই পরিবারে অসুস্থ ১২

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে নগরীর বালুচর এলাকার দুই পরিবারের ১২ জন অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর তারা অজ্ঞান হয়ে যান। পরিবারের দু’সদস্য খাবার না খাওয়ায় তারা প্রতিবেশীদের খবর দিলে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। আক্রান্তদের স্বজন মাহমুদুল হাসান জানান, বালুচর এলাকার ২৩৩ নম্বর বাসায় পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দেন স্বজন ও প্রতিবেশীরা। রাতের খাবার খাওয়ার পর ১২ জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেনÑ জমির উদ্দিন (৭০), তার বোন ছুরই বিবি (৬০), ছেলে কামাল হোসাইন (২৬), ছেলের বউ জোসনা বেগম (৩০), নাতনী সুমাইয়া বেগম (১১), নাতী আব্দুল মজিদ (১৪)। ওসমানী হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার বিধূর ভূষণ সাহা জানান, বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় তারা অসুস্থ হয়েছেন।
×