ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক মিনিটেই নিষ্পত্তি হবে আন্তঃব্যাংক লেনদেন

প্রকাশিত: ০৬:২৮, ৩০ অক্টোবর ২০১৫

এক মিনিটেই নিষ্পত্তি হবে আন্তঃব্যাংক লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যকার বড় অঙ্কের চেকের লেনদেন (আন্তঃব্যাংক) দ্রুত নিষ্পত্তি করতে আনুষ্ঠানিক চালু করা হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নামের নিকাশ ব্যবস্থা। নতুন এ ব্যবস্থায় ব্যাংক টু ব্যাংক লেনদেনে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। মাত্র ১ মিনিটের মধ্যেই সম্পন্ন হবে আন্তঃব্যাংক লেনদেন। এ ব্যবস্থায় এক লাখ টাকা বা এর বেশি অঙ্কের চেকের আন্তঃব্যাংক লেনদেনে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা যাবে। শুধু তাই নয়, দেশের অভ্যন্তরে ৫টি বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের লেনদেনগুলোও এ ব্যবস্থায় তাৎক্ষণিক সম্পন্ন করা যাবে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আরটিজিএসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর, নির্বাহী পরিচালক, বাস্তবায়নকারী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও দেশে কর্মরত তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক এবং বিশ্বব্যাংকের কারিগরি সহায়তায় আরটিজিএস বাস্তবায়ন করা হয়েছে। অনুষ্ঠানে গবর্নর বলেন, আরটিজিএস ব্যবস্থা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের পেমেন্ট সিস্টেমস এক নতুন উচ্চতায় উন্নীত হলো। এর মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত সম্পন্ন হবে। এর মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন ব্যবসায়ীরা। এখন আর বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। রেমিটেন্স প্রেরণকারীরাও এ সেবা পাবেন।
×