ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৬:০৯, ৩০ অক্টোবর ২০১৫

ফ্যাশন সংবাদ

বার্ডস আই প্রকৃতির পালাবদলে বইছে শীতের হিমেল হাওয়া। হালকা কুয়াশা আর হিমহিম ভাবের কারণে পোশাকে আসছে পরিবর্তন। আর এই শীতে দেশীয় ফ্যাশন হাউস বার্ডস আইয়ে পাওয়া যাচ্ছে শত শত ডিজাইনে আকর্ষণীয় রঙের পোশাক। নতুন এসব পোশাকের মধ্যে রয়েছে ফুলহাতা টি-শার্ট, ফুলহাতা পলোশার্ট, ফুলহাতা শার্ট, হুডি, ক্যাপ। এছাড়া বাচ্চাদের টি-শার্ট, হুডি, পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। এসব পোশাকে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি ফেব্রিক্স। এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের চারটি শোরুমে। নিজস্ব ডিজাইনাদের নক্সায় আকর্ষণীয় এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে লাল, সাদা, নীল, সবুজ, হলুদ, বেগুনী, গোলাপি, কালো, সাদাসহ বিভিন্ন রঙের আরামদায়ক কাপড়। বার্ডস আইয়ের শোরুমে সব ধরনের পোশাক সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। যোগাযোগ : বার্ডস আই, ২৬, ৮, ৯, ৮৪ (২য় তলা) আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০। ফোন : ০১৯১৫ ০৬৮১৫৩ ব্যাঙ ব্যাঙ নিজের সৃজনশীলতায় তৈরি করছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানা রকম মানানসই পোশাক। রোড : ১, সেকশন : ১, ব্লক : ক, (জাতীয় সুইমিং কমপ্লেক্স এর বিপরীতে), মিরপর : ১, ঢাকা : ১২১৬; শামসুর রহমান খান পৌর মার্কেট, ২য় তলা, দোকান নং : ১, ২, ভিক্টোরিয়া রোড, কালিবাড়ি মোড়, টাঙ্গাইল। হট লাইন : ০১৯৭৭ ১১২ ২৬৪ বিহঙ্গ শারদীয় উৎসব ও হেমন্ত ঋতুর কথা চিন্তা করে ফ্যাশন হাউস বিহঙ্গ বেশ কিছু স্টাইলের পাঞ্জাবি এনেছে। এবারের শরৎ ঋতু ও শারদীয় উৎসবে হাতের কাজের শর্ট পাঞ্জাবি বাজার দখল করে আছে। পাশাপাশি অ্যান্ডি ও সুতির হাতের কাজের পাঞ্জাবিও। বিহঙ্গ বেশ কিছু জ্যামিতিক মোটিফের পাঞ্জাবি বাজারে এনেছে। এছাড়াও অ্যাপলিক, এম্ব্রয়ডারি, কারচুপি, হাতের ভরাট কাজ ও বিভিন্ন লেস ব্যবহার করে পাঞ্জাবিতে দেয়া হয়েছে উৎসবের ছোঁয়া। পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্র ৪০ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফোর), শাহ্Ÿাগ, ঢাকা। মুঠোফোন : ০১৮১৯ ২৫ ৪৬ ৭৮, ০১৭১২ ৬৭৮ ৯৩৪। কুটুুমবাড়ি ইরানি বিরিয়ানি আর মোঘল খাবারের রেস্তোরাঁ কুটুমবাড়ি নগরীর ভোজনবিলাসীদের কাছে একটি জনপ্রিয় নাম। কুটুমবাড়ির মোঘল খাবার তালিকায় রয়েছে- ইরানি বিরিয়ানি, ইরানি মোরগ পোলাও, তেহেরানি তেহারি ও দিল্লিকা খিচুড়ি। আর আছে ফ্রেশ সালাদের সাঙ্গে জিভে জল আনা আচার। কুটুমবাড়িতে বিভিন্ন ধরনের প্যাকেজে খাবারের পাশাপাশি চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার খাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও কুটুমবাড়ির কফি হাউসে বসে ভিন্ন পরিবেশে কফি খাওয়ার সুযোগতো রয়েছেই। ঠিকানা: কুটুমবাড়ি, ২/১২ ব্লক-এফ (লালমাটিয়া মহিলা কলেজের পাশে), লালমাটিয়া, ঢাকা, ফোন: ০১১৯৫ ৩৮১৬৩০ অরা বিউটি লাউঞ্জ সম্প্রতি নগরীর বেইলি রোডে অবস্থিত অরা বিউটি লাউঞ্জের এক বছর পূর্তি উপলক্ষে এক তারকা মডেলদের মিলনমেলা দেখা যায়। বেইলি রোডের থার্টি থ্রি রেস্টুরেন্টে অনুষ্ঠিত অরা বিউটি লাউঞ্জের এই আনন্দ আড্ডায় উপস্থিত ছিলেন অরা বিউটি লাউঞ্জের কর্ণধার মঈন তারিক, বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক, পার্টনার মাহাদীন তারিক, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, মডেল-অভিনেতা ইমন, আসিফ, চিত্রনায়িকা নিপুণ, অভিনেত্রী মাহবুবা রেজানুর, ফটোগ্রাফার রফিকুল ইসলাম রাফ, সঙ্গীতশিল্পী শফিক তুহিন, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, মডেল রুমা, হীরা, ইমি, তানজিন তিশা, সোনিয়া হোসেন, বুষ্টি, পিয়া বিপাশা, আশা, মিথিলা, মিমিসহ আরও অনেকে। অরা বিউটি লাউঞ্জের কর্ণধার মঈন তারিক বলেন, ‘গত বছরের ২২ সেপ্টেম্বর অরা বিউটি লাউঞ্জ যাত্রা শুরু করে। প্রথম থেকেই আমরা ভিন্নধর্মী কাজ দিয়ে গ্রাহকদের বেশ সাড়া পেয়ে আসছি। আমরা চেষ্টা করছি সৌন্দর্য সচেতন নর-নারীদের জন্য আন্তর্জাতিক ট্রেন্ডের সব সাজ আমরা অরাতে নিয়ে আসতে।’ বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক বলেন, ‘সাজের মধ্যে কিভাবে ভিন্নতা আনা যায় এবং আধুনিক সব মেকআপ নিয়ে কাজ করা যায় সেই চেষ্টাই করে আসছে অরা।’ অনুষ্ঠানের একপর্যায়ে আগত মডেল ও তারকাদের নিয়ে কেক কাটা হয় এবং অরার ওপর একটি ভিডিও দেখানো হয়। রাফক্লিকের সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়। যোগাযোগ : গোল্ড প্যালেস (২য় তলা), ৩, নিউ বেইলি রোড, ঢাকা। ফোন : ৯৩৩৩২৬৬, ০১৭৯৯-২৫৫৫৫৫
×