ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ আটে ম্যানসিটি, ম্যানইউর বিদায়

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ অক্টোবর ২০১৫

শেষ আটে ম্যানসিটি, ম্যানইউর বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ চেলসি ও আর্সেনালের পর ইংলিশ লীগ কাপ (ক্যাপিটাল ওয়ান কাপ) থেকে বিদায় নিয়েছে আরেক পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডও। বুধবার রাতে চতুর্থ পর্বের ম্যাচে মিডলসবোরের কাছে পেনাল্টি শূূটঅউটে ৩-১ গোলে হার মানে রেড ডেভিলসরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য অমীমাংসিত থাকে। ম্যানইউ বিদায় নিলেও কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি ৫-১ গোলে বিধ্বস্ত করে ক্রিস্টাল প্যালেসকে। তবে শেষ আটের টিকেট পেতে ঘাম ঝরাতে হয়েছে দ্য রেডসদের। ঘরের মাঠ এ্যানফিল্ডে তারা ১-০ গোলে হারায় বোর্নমাউথকে। নতুন কোচ জার্গেন ক্লপের এটি লিভারপুলের হয়ে প্রথম জয়। এর আগে তার অধীনে দলটি টানা তিন ম্যাচ ড্র করে। ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে ম্যানইউ কোচ লুইস ভ্যান গাল একাদশে নয়টি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন। যার মূলে ছিলেন স্বাগতিক ডিফেন্ডার ডিলে ব্লিন্ড। কিন্তু এই ডাচ্ম্যান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তার একটি আত্মঘাতী গোল অফসাইডের কারণে বাতিল হয়ে গেলে গোলবঞ্চিত হয় মিডলসবোর। এরপর একটি ব্যাক পাসে গোলরক্ষক সার্জিও রোমেরো নিজেদের জালেই বল ঢুকিয়ে দিতে চলেছিলেন। কিন্তু সেখানেও ভাগ্য সহায় ছিল ইউনাইটেডের। ম্যাচটি ইনজুরি সময়ে গড়ানোর পর বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে ম্যানইউ। জেসে লিনগার্ডের শট পোস্টে লেগে ফেরত আসে। মিডলসবোরের গ্র্যান্ড লিডবিটার ও স্টুয়ার্ট ডাউনিংয়ের শট রোমেরো দারুণ দক্ষতায় রক্ষা করেন। এ্যান্থনি মার্শাল ও মারোনে ফেলাইনির পক্ষে দুটি পেনাল্টির আবেদন নাকচ হয়ে যায়। অবশেষে ১২০ মিনিটে গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। পেনাল্টিতে ভাগ্য ইউনাইটেডের সহায় ছিল না। টাইব্রেকে ম্যানইউ অধিনায়ক ওয়েন রুনির নেয়া প্রথম শটটি অসাধারণ দক্ষতায় রক্ষা করেন অতিথি গোলরক্ষক টমাস মেয়াস। মাইকেল ক্যারিকের শট বারের ওপর চলে যাওয়ার পর আবারও মেয়াস এ্যাশলে ইয়ংয়ের শট রুখে দেন। অন্যদিকে লিডবিটার, ডাউনিং ও বেন গিবসন গোল করে মিডলসবোরকে দারুণ এক জয় উপহার দেন। গত রবিবার ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রিমিয়ার লীগ ডার্বিতে গোলশূন্য ড্র করার পর পরশুর এই ফলাফলে কোচ লুইন ভ্যান গাল বলেছেন, এটাকে দুর্ভাগ্যজনক ফল বলা যায় না। কিন্তু সিটির ম্যাচের পর এই ফলাফলকে দুর্ভাগ্য বলতেই হয়। এই ধরনের ম্যাচে সুযোগ হারালে চলবে না, আমরা সেটাই করেছি, গোল করতে পারিনি। এজন্যই আমি বেশি হতাশ। ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২২ মিনিটে আলেক্সান্ডার কোলোরোভের কর্নার থেকে হেড দিয়ে সিটিকে এগিয়ে দেন উইলফ্রেড বোনি। বিরতির ঠিক আগে কেভিন ডি ব্রুইনে ব্যবধান দ্বিগুণ করেন। হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়ে জাবালেটা দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হলে তার স্থানে খেলতে নামেন বাকারে সাগনা। দ্বিতীয়ার্ধে ইয়েনাচো, ইয়াইয়া তোরের পেনাল্টি ও বদলি হিসেবে খেলতে নামা ১৭ বছর বয়সী মানু গার্সিয়ার গোলে ম্যানুয়েল পেলেগ্রিনির দলের বড় জয় নিশ্চিত হয়। ৮৯ মিনিটে ড্যামিয়ের ডিলানি ক্রিস্টালের পক্ষে সান্ত¡নাসূচক একমাত্র গোলটি করেন। আরেক ম্যাচে বোর্নমাউথকে হারিয়ে শেষ আটে এসেছে লিভারপুল। দ্য রেডসদের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর চতুর্থ ম্যাচে এসে জয়ের স্বাদ পেলেন ক্লপ। ব্রেন্ডন রজার্সের স্থলাভিষিক্ত হওয়ার পর ক্লপের অধীনে তিনটি ম্যাচে টটেনহ্যাম হটস্পার, রুবিন কাজান ও সাউদাম্পটনের সঙ্গে ড্র করে লিভারপুল। অবশেষে পরশু রাতে ম্যাচের ১৭ মিনিটে নাটানিয়েল ক্লাইনের একমাত্র গোলে জার্মান কোচ স্বস্তির প্রথম জয়ের স্বাদ পান।
×