ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশিত: ০১:১৬, ২৯ অক্টোবর ২০১৫

১০ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

স্টাফ রিপোর্টার ব্রাহ্মনবাড়িয়া ॥ ১০ দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী ব্রাক্ষনবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বৃহষ্পতিবার থেকে আমদানী-রপ্তানী পুরোদমে শুরু হয়েছে। সকাল থেকেই শ্রমিকদের মাঝে কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে। দু,দেশের পণ্যবাহী ট্রাকগুলো মালামাল পরিবহন করছে। উল্লেখ্য শারদীয় দূর্গাপূজা, লক্ষীপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে ২ দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন এ বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। এসময় দুদেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।
×