ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আবাহনীর জাহিদের প্রত্যাশা

প্রকাশিত: ০৪:৪৭, ২৯ অক্টোবর ২০১৫

চট্টগ্রাম আবাহনীর জাহিদের প্রত্যাশা

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ প্রতিভা হচ্ছে ঈশ্বরপ্রদত্ত বিষয়। তবে শুধু প্রতিভা থাকলেই হবে না, একে সযতেœ লালন করতে হয়, এটা নিয়ে ধারণা থাকতে হয়। অনেকেই বলেন, জাহিদ হোসেন জানেন না তিনি কত বড় প্রতিভাবান ফুটবলার। সমস্যাটা এখানেই। জাহিদ মানেই ‘পাগলামি’, জাহিদ মানেই ‘খেয়ালি!’ ক’দিন আগেও তার পরিচয় ছিল বাংলাদেশ জাতীয় দলের উইঙ্গার হিসেবে। তবে সোমবার রাত থেকে তিনি আর জাতীয় ফুটবল দলে নেই! কেননা, বিশ্বকাপ বাছাইয়ের জন্য নতুন কোচ ফ্যাবিও লোপেজ তাজাখস্তানগামী জাতীয় দলের ২৯ জনের স্কোয়াডে রাখেননি! শুধু জাহিদই না, লোপেজের তালিকায় নেই বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবলের আরেক উজ্জ্বল তারকা জাহিদ হাসান এমিলিও। জাহিদ-এমিলি দুজনই এখন ব্যস্ত চট্টগ্রামে চলমান ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট’ নিয়ে। এমিলি চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক আর জাহিদ এই দলের সহ-অধিনায়ক। দলকে ফাইনালে ওঠাতে জাহিদের রয়েছে অসামান্য ভূমিকা। ফাইনাল নিশ্চিত হওয়ার পর ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে কোচ শফিকুল ইসলাম মানিকের সঙ্গে এসেছিলেন জাহিদ হোসেনও। এক সাংবাদিক শুরুতেই প্রশ্ন করেন, লোপেজের দলে তার নাম নেই কেন? দুই হাত নেড়ে জাহিদ বিব্রত বললেন, এসব নিয়ে কোন প্রশ্ন নয়। এটা পরে হবে, আগে টুর্নামেন্ট শেষ হোক। ফাইনালে আরেক প্রতিপক্ষ হিসেবে কাকে চান, মোহামেডান না ইস্ট বেঙ্গল? জাহিদের উত্তর, ‘ইস্ট বেঙ্গলকে চাই আমি। কেননা তারা শক্তিশালী দল। শক্তিশালী দলকে হারানোর মজাই আলাদা।’ গত ম্যাচে জাহিদকে অন্যায়ভাবে দেয়া হয়নি ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার। জাহিদ করলেন হ্যাটট্রিক, অথচ ডলার পেলেন এলিটা কিংসলে! আর মঙ্গলবােেরর সেমির ম্যাচে অবশ্য দুই গোল করে কিংসলেই ম্যাচসেরা। এ প্রসঙ্গে জাহিদের প্রতিক্রিয়া, ‘এটা আমি সেক্রিফাইস করেছি যাতে ওর আরও স্পিড বাড়ে! ও তো (কিংসলে) আমারই দলের।’ এ সময় জাহিদের মুখের কথা কেড়ে নিয়ে কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘জাহিদ তো আমাদের সহ-অধিনায়ক, তার একটা দায়িত্ব আছে না!’ সেমিতে ওঠার পথে কেমন হলো পারফর্মেন্স? ‘নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। জেতার তাড়না ছিল। এটা অনেক কঠিন ম্যাচ ছিল। দর্শকরা অনেক উজ্জীবিত করেছে। তাদের জন্যই হয়তো ভাল খেলার চেষ্টা করেছি। তাদের শিরোপা জিতে এর প্রতিদান দিতে চাই।’
×