ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য বিশেষ ট্রেন

প্রকাশিত: ০৪:২৭, ২৯ অক্টোবর ২০১৫

ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য বিশেষ ট্রেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য একজোড়া আন্তঃনগর বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ। সাপ্তাহিক বন্ধের দিনে অর্থাৎ কাল শুক্রবার আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে চলাচল করবে। বিশেষ করে শিক্ষার্থীদের চলাচল নির্বিঘœ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে পূর্বাঞ্চলীয় জনসংযোগ বিভাগের উপ-পরিচালকের দফতর সূত্রে জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাত জোড়া শাটল ট্রেন ও একজোড়া ডেমু ট্রেন চলাচল করবে শিক্ষার্থীদের বহনে। জানা গেছে, কাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় সারাদেশ থেকে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। ১ নবেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ৬৪টি জেলা থেকে মেধাবী শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নেবে। বিভিন্ন বিভাগের পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের যানবাহনে চরম হয়রানির শিকার হতে হয়। কাল শুক্রবার চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস যথা নিয়মে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অপরদিকে, ঢাকা স্টেশন থেকে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে আবার ছেড়ে আসবে। উভয় স্টেশনকে পূর্বাঞ্চলীয় দফতর থেকে টিকেট বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। মামলা ধামাচাপা দিতে তৎপর প্রভাবশালী চাঁপাইয়ে যুবলীগ নেতা হত্যা স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ যুবলীগ নেতা মনিরুল হত্যা মামলা ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে একটি প্রভাবশালী মহল। গত এক বছরেও কোন কূলকিনারা না হওয়ায় পরিবারসহ দলের লোকজন ফুঁসে উঠেছে। তাদের অভিযোগ, পুলিশ ম্যানেজ হবার কারণে খুনীরা বেরিয়ে এসেছে। তারা ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র। এমনকি এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সর্বক্ষণ সঙ্গ দিয়ে বেড়াচ্ছে পুলিশের সামনে। সোনামসজিদ বন্দর এলাকায় মনিরুল ইসলাম হত্যাকা-ের বিচারের দাবিতে একাধিকবার মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মনিরুল ইউনিয়ন যুবলীগ নেতা হবার পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ছিলেন।
×