ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:২৫, ২৯ অক্টোবর ২০১৫

বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ স্ত্রী হত্যার দায়ে স্বামী চাকলাদার আবু সাঈদের যাবজ্জীবন কারাদ-দেশ হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান এই আদেশ দেন। রায়ে আবু সাঈদকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেন। দ-প্রাপ্ত আবু সাঈদ এ সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, টাকা ও সোনার গহনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ২০১২ সালের ৭ জানুয়ারি রাতে স্বামী আবু সাঈদ চাকলাদার তার স্ত্রী রুনা খাতুনকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। রামপাল উপজেলার বিচাকশ্রী গ্রামের শেখ হেকমত আলীর মেয়ে। দ-প্রাপ্ত আবু সাঈদ চাকলাদার একই উপজেলার আবদুল হাকিম চাকলাদারের ছেলে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। গোবিন্দগঞ্জে সাম্য হত্যার বিচার দাবিতে হরতাল পালিত নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ অক্টোবর ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালিত হয়। পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান সরকারের ছেলে ৯ম শ্রেণীর আশেকুর রহমান সাম্যর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসিসহ গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারকে আসামীদের সহায়তা করার অভিযোগে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে হরতাল পালিত হয়। গোবিন্দগঞ্জের সকল পেশাজীবী সংগঠন ও সাম্য মঞ্চের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। পুলিশ মিছিলের ব্যানার আটক করে বাধা দেয়। এতে মিছিলের সর্বস্তরের জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ বাধ্য হয়ে ব্যানার ছেড়ে মিছিল করার অনুমতি দেয়। চাঁপাইয়ে মোবাইল টাওয়ারে চুরি করতে গিয়ে ৩ যুবক আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি কতে গিয়ে ধরা পড়েছে তিন দুষ্কৃতকারী। তারা মঙ্গলবার রাতে একটি পিক-আপ ভ্যান নিয়ে মোবাইল টাওয়ারে ব্যাটারি চুরি করতে গিয়ে জনতার রোষানলে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী এক পর্যায়ে তাদের ধরার পর পিক-আপ ভ্যান ভাংচুর করে এবং আগুন দেয়ার চেষ্টা করে। ঘটনাস্থল জেলার নাচোল উপজেলা। রাতের অন্ধকারে ফতেপুর ইউনিয়নের খলসিবাজার সংলগ্ন রবি মোবাইল টাওয়ারের বিটিএস রুমে ঢুকে ৪৭টি ব্যাটারি খুলে পিক-আপে তোলে। এই সময়ে জনতা টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। আটককৃতরা হলোÑ বগুড়া জেলার নন্দীগ্রামের আতাউরের ছেলে রিপন, ঠাকুরগাঁও জেলার শহীদুল্লার ছেলে সোহেল ও একই জেলার মোশাররফের ছেলে সাজাদ। গাইবান্ধায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ অক্টোবর ॥ গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পার্বতীপুর জামালপুর গ্রামে মঙ্গলবার রাত দেড়টায় সাপের কামড়ে দুলাল মিয়া (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দুলাল মিয়া ওই গ্রামের দুদু মিয়ার ছেলে। সে সনদয়িল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। এলাকাবাসীরা জানান, দুলাল মিয়া রাতে বাড়ির পাশে রাস্তায় বের হলে তাকে সাপ ছোবল মারে। প্রাইম ভার্সিটিতে নবীনবরণ সোমবার প্রাইম ইউনিভার্সিটির ‘ফল সেমিস্টার-২০১৫’ এর নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আবদুস সোবহান। প্রধান অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আশরাফ আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল হোসেন শিকদার, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী, রেজিস্ট্রার আবদুল আজিজ, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এ নূর, সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। -বিজ্ঞপ্তি
×