ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ০০:১৬, ২৮ অক্টোবর ২০১৫

ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক ॥ ফিলিস্তিনের ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছুরি নিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলাকালে এদের লক্ষ করে গুলি করা হয় বলে মঙ্গলবারের এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর রয়টার্স। ওদিকে দুই সপ্তাহ আগে আরেকটি হামলায় আহত এক মার্কিন-ইসরায়েলি নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে একটি ইসরায়েলি হাসপাতাল। সম্প্রতি জেরুজালেমের আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে ইসরায়েলি ইহুদিদের ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। উভয় সম্প্রদায়ের কাছেই জেরুজালেমের বিশেষ ওই এলাকাটি পবিত্র স্থান। এই উত্তেজনাকে কেন্দ্র করে ২০১৪ সালে গাজা যুদ্ধের পর ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, একটি ইহুদি বসতির কাছে দুজন ফিলিস্তিনিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে সেদিকে এগিয়ে যায় সেনারা। এ সময় সন্দেহভাজনরা এক সেনাকে ছুরিকাঘাতে আহত করলে তাদের গুলি করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, গুলিতে দুজনই নিহত হয়েছেন। নিহতরা যথাক্রমে ১৭ ও ২২ বছর বয়সী বলে তাদের নিজ নিজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আরো এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার কথা জানানো হয়। ফিলিস্তিনি শহর হেবরনে নিহত ফিলিস্তিনি এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাতের চেষ্টা করেছিল বলে দাবি করেছে ইসরাইলি সেনা বাহিনী। ১ অক্টোবর থেকে দুপক্ষের মধ্যে সংঘাতে এ পর্যন্ত অন্ততপক্ষে ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩২ জন সশস্ত্র হামলাকারী ছিলেন বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদের অনেকেই কিশোর বয়সী। পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি সেনা ও পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন অনেক ফিলিস্তিনি।
×